Entertainment & Discussions > Story, Article & Poetry
সক্রেটিস'কে একদিন
mukul Hossain:
সক্রেটিস'কে একদিন,
এক তরুন এসে বলল,"আমি
আপনার মত জ্ঞানী আর সফল
হতে চাই!কিভাবে হবো?" সক্রেটিস দেখলেন যে,তরুণ ছেলেটি সত্যি-ই শিখতে চায়, এবং সফল হতে চায়।
তাই তিনি তাকে পরদিন আসতে বললেন।এভাবে কয়েক দিন আসতে বলেন,কিন্তুকিছুই শেখান না।একদিন ছেলেটি বিরক্ত হয়ে গেল।
সক্রেটিস ছেলেটিকে সমদ্রের তীরে নিয়ে গেলেন।তারপর, ধীরে ধীরে পানির দিকে এগিয়ে যান।ছেলেটিকেও যেতে বলেন তার সাথে।ছেলেটি কিছুই বুঝতে পারছে না।হাটু পানিতে যাওয়ার পর ছেলেটি জিজ্ঞেস করে যে তারা
কোথায় যাচ্ছে বা কি করতে যাচ্ছে!কোন উত্তর নেই। এভাবে কোমর পানি;তখনও ছেলেটি,এক-ই প্রশ্ন জিজ্ঞেস করে,কিন্তু কোন উত্তর
পায় না।গলা পানিতে যাওয়ার পর, হঠাৎ সক্রেটিস ছেলেটির ঘাড়ে ধরে, শক্ত করে পানিতে ঠেসে ধরেন!প্রথমে, ছেলেটি উপরে উঠার জন্য,তেমন
চেষ্টা করে না।কিন্তু,এক সময় যখন ছেলেটি আর দম নিতে পারছে না,তখন শুরু করলো চেষ্টা।উপরে উঠার চেষ্টা এবং একটু অক্সিজেন
নিয়ে বাঁচার চেষ্টা!সক্রেটিস তখনও তাকে পানির নিচে
ধরে রেখেছেন শক্ত করে।
এক সময় যখন,আর বাঁচা
সম্ভব না,তখন সক্রেটিস ছেড়ে দিলেন ছেলেটিকে।ছেলেটি উঠে প্রাণভরে নিঃশ্বাসনেয়। সক্রেটিস তাকে জিজ্ঞেস করেন, "পানির নিচে আটকা থাকার সময় তুমি কোন জিনিষ'টি চেয়েছো?ছেলেটি উত্তর দেয়" আমি জান-প্রাণদিয়ে বাঁচার জন্য একটু অক্সিজেন চেয়েছিলাম!' সক্রেটিস উত্তর দিলেন, "জীবনে সফলতা'কে এভাবেই চাইতে হবে.তাহলেেই সফল হবে।"
(সংগৃহীত )
Anuz:
Wow.......a great advice from a great personality.
fatema_diu:
Horribly true!
roman:
Grate positive story....
Saba Fatema:
Thanks.
Navigation
[0] Message Index
[#] Next page
Go to full version