Faculty of Allied Health Sciences > Public Health
আসছে ভেষজ ক্যাপসুল
(1/1)
rumman:
ক্যাপসুলের আবরণ তৈরিতে জিলাটিনের বিকল্প কিছু ব্যবহার করা যায় কি না—সে চেষ্টা অনেক দেশেই চলছে। এর মধ্যে পাশের দেশ ভারতে সম্প্রতি এক প্রস্তাবে বলা হয়েছে, জিলাটিনের পরিবর্তে উদ্ভিদের কোনো অংশ ব্যবহার করা যায় কি না। চূড়ান্তভাবে প্রস্তাবটি অনুমোদন পেলে অদূর ভবিষ্যতে ভারতের ওষুধের দোকানগুলোতে মিলবে ভেষজ ক্যাপসুল।
বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতের ক্যাপসুলের আবরণ তৈরিতে জিলাটিন ব্যবহার করা হয়। জিলাটিন হলো একধরনের আমিষ (প্রোটিন)। গবাদি পশু, শূকর কিংবা অন্যান্য প্রাণীর হাড়, চামড়া অথবা টিস্যু থেকে এই জিলাটিন বানানো হয়।
ভারতে এই জিলাটিনের পরিবর্তে ভেষজ উপাদান ব্যবহারের প্রস্তাব উঠেছে। এ প্রস্তাব নিয়ে এরই মধ্যে কাজও শুরু করেছে দেশটির ওষুধশিল্প নিয়ন্ত্রণকারী দপ্তর। এর পরিচালক জি এন সিং বলেন, ‘জিলাটিনের চেয়ে ভেষজ উপাদান স্বাস্থ্যের জন্য বেশি নিরাপদ।’
জি এন সিং জানান, এ বিষয়ে উৎপাদক ও ভোক্তাদের কাছে মতামত চাওয়া হয়েছে। তাদের মতামতের ওপর ভিত্তি করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এর আগে ব্যাপক পরীক্ষা-নিরীক্ষাও চালানো হবে বলে জানান তিনি। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
Source at: http://www.kalerkantho.com/print-edition/last-page/2016/04/11/346140#sthash.L1XdqMqF.dpuf
Navigation
[0] Message Index
Go to full version