Entrepreneurship > Successful Entrepreneur
সফল নারী উদ্যোক্তা কোহিনুর
(1/1)
Karim Sarker(Sohel):
সাম্প্রতিক সময়ে একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে খ্যাতি ও পরিচিতি লাভ করেছেন দেশের খ্যাতনামা ব্যবসায়িক প্রতিষ্ঠান মেরিডিয়াম গ্রুপের চেয়ারম্যান কোহিনুর কামাল। একজন সাধারণ গৃহবধু থেকে একজন সফল শিল্প উদ্যোক্তা হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার পেছনে তাঁর একাগ্র চেষ্টা, নিষ্ঠা এবং কঠোর শ্রম ছিল মূল চালিকাশক্তি। তার আজকের এই সফলতার পেছনে তাঁর স্বামী বিশিষ্ট শিল্পপতি এস.এম কামাল পাশার বিশেষ অবদান রয়েছে বলে জানান তিনি। একজন সফল নারী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে তাঁকে অনেক সংগ্রাম করতে হয়েছে। তাঁর আজকের এই অবস্থানে আসা সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ‘আমি যখন এইচ.এস.সি পাস করি তখন আমার বিয়ে হয়।
স্বামীর সংসারে এসে বিশাল যৌথ পরিবারের দায়িত্ব নিতে হয়। ঘরের বড় বউ হিসেবে আমি আমার শ্বশুর বাড়ির সমস্ত দায়দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করি। আমার যখন বিয়ে হয় তখন আমার স্বামীর ব্যবসা সীমিত পর্যায়ে ছিল। পরবর্তীতে আমার স্বামীর ব্যবসার পরিধি ধীরে ধীরে বাড়তে থাকলে আমার স্বামীর পক্ষে একা ব্যবসা সামাল দেয়া সম্ভব হচ্ছিল না, আমি মাঝে মধ্যে আমার স্বামীকে তাঁর ব্যবসা-বাণিজ্যের ব্যাপারে সাহায্য সহযোগিতা করতাম এবং গঠনমূলক পরামর্শ দিতাম। এরই মধ্যে আমার কোলজুড়ে আসে তিন পুত্র সন্তান। ডিউক, অনিক, আকিব। ছেলেরা একটু বড় হলে আমি ধীরে ধীরে আমার স্বামীর ব্যবসা-বাণিজ্যর সাথে নিজেকে জড়িয়ে ফেলি। ঘর সংসার স্বামী- সন্তানকে সময় দিয়ে আমি আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করে যেতে থাকি। এসবের মাঝেই তিনি বাবার উপদেশ-অনুযায়ী স্নাতক এবং মাষ্টারস ডিগ্রী অর্জন করেন।
Collected -
http://doinikbangladesh.com/%E0%A6%B8%E0%A6%AB%E0%A6%B2-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%95%E0%A7%8B%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%A8/
Karim Sarker(Sohel):
Plz. see the picture
Nujhat Anjum:
Nice one.
Navigation
[0] Message Index
Go to full version