Health Tips > Stroke
Chinese method to cure stroke
(1/1)
yousuf miah:
চীনের অধ্যাপকরা বলছেন যে কারো স্ট্রোক হচ্ছে
যদি এমন দেখেন তাহলে আপনাকে নিম্নলিখিত
পদ্ধতি অবলম্বন করতে হবে।
যখন কেউ স্ট্রোকে আক্রান্ত হয় তার মস্তিষ্ক কোষ
ধীরে ধীরে প্রসারিত হয়।মানুষের ফার্স্ট এইড
এবং বিশ্রামের প্রয়োজন হয়।
যদি দেখেন স্ট্রোকে আক্রান্ত ব্যক্তিকে সরানো
যাবে না কারন মস্তিষ্কে রক্তক্ষরণ বিস্ফোরিত
হতে পারে, এটা ভাল হবে যদি আপনার বাড়ীতে
পিচকারি সুই থাকে, অথবা সেলাই সুই থাকলেও
চলবে, আপনি
কয়েক সেকেন্ডের জন্য আগুনের শিখার উপরে
সুচটিকে গরম করে নেবেন যাতে করে জীবাণুমুক্ত
হয় এবং তারপর রোগীর হাতের 10আঙ্গুলের ডগার
নরম অংশে ছোট ক্ষত করতে এটি ব্যবহার করুন।
এমনভাবে করুন যাতে প্রতিটি আঙুল থেকে রক্তপাত
হয়, কোন অভিজ্ঞতা বা পূর্ববর্তী জ্ঞানের প্রয়োজন
হবে না।
কেবলমাত্র নিশ্চিন্ত করুন যে আঙ্গুল থেকে যথেষ্ট
পরিমাণে রক্তপাত হচ্ছে কি না।
এবার 10 আঙ্গুলের রক্তপাত চলাকালীন, কয়েক
মিনিটের জন্য অপেক্ষা করুন দেখবেন ধীরে ধীরে
রোগী সুস্থ হয়ে উঠছে।
যদি আক্রান্ত ব্যক্তির মুখ বিকৃত হয় তাহলে তার
কানে ম্যাসেজ করুন। এমনভাবে তার কান ম্যাসেজ
করুন যাতে ম্যাসেজের ফলে তার কান লাল হয়ে যায়
এবং এর অর্থ হচ্ছে কানে রক্ত পৌঁছেছে।
তারপর প্রতিটি কান থেকে দুইফোঁটা রক্ত পড়ার
জন্য প্রতিটি কানের নরম অংশে সুচ ফুটান।কয়েক
মিনিট অপেক্ষা করুন দেখবেন মুখ আর বিকৃত হবে
না।আরও অন্যান্য উপসর্গ দেখা যায়। যতক্ষণ না
রোগী মোটামুটি স্বাভাবিক হচ্ছে অপেক্ষা করুন।
কিছুক্ষণ অপেক্ষা করেই যথাসম্ভব তাড়াতাড়ি
হাসপাতালে ভর্তি করান।
জীবন বাঁচাতে রক্তক্ষয় পদ্ধতি চীনে প্রথাগত
ভাবে চিকিৎসার অংশ হিসেবে ব্যবহার হয়ে
আসছে। এবং এই পদ্ধতির ব্যবহারিক প্রয়োগ,100%
কার্যকরী প্রমাণিত হয়েছে।
সৌজন্যে আমরাইতো ডট কম
Akter Hossain:
Nice post .........................
Navigation
[0] Message Index
Go to full version