"মা"--অঞ্জলি লহ মোর...

Author Topic: "মা"--অঞ্জলি লহ মোর...  (Read 874 times)

Offline khyrul

  • Full Member
  • ***
  • Posts: 138
  • Test
    • View Profile
"মা"--অঞ্জলি লহ মোর...
« on: May 08, 2016, 03:12:07 PM »
পৃথিবীর সর্বাধুনিক শহরে একজন ধনকুবেরের সন্তান ভূমিষ্ঠ হয় যে মায়ের গর্ভ থেকে ঠিক তেমনি রাস্তার পাশের ফুটপাথে অথবা নিভৃত পল্লীর শিশুটিরও জন্ম কোন না কোন মায়ের গর্ভে। দু'জন মা'ই পরম মমতায় সদ্যজাত সন্তানকে বুকের উষ্ঞতায় নিরাপত্তা দেয়। মায়ের আদরে কখনোই সাংস্কৃতিক বা ভৌগলিক পার্থক্য হয় না। অতুলনীয় সুখের যাতনায় ভূমিষ্ঠ হয় যে সন্তান তার কাছে(সন্তানের) সদ্য গর্ভপাত করা "মা" ভূমিষ্ঠকালীন যতটা আপন ঠিক ততটাই আপন থাকুক প্রত্যেক "মা" আজীবন। অকুন্ঠ ভালোবাসা পৃথিবীর সব মায়ের জন্য। অঞ্জলি লহ মোর......