দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারছি। এর চেয়ে বড় পাওয়া আর কিছু নয়।- মুস্তাফিজ

Author Topic: দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারছি। এর চেয়ে বড় পাওয়া আর কিছু নয়।- মুস্তাফিজ  (Read 936 times)

Offline Tofazzal.ns

  • Sr. Member
  • ****
  • Posts: 314
  • Test
    • View Profile
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নবম আসরে ব্যাটসম্যানদের জন্য সবচেয়ে বড় ধাধাঁর নাম মুস্তাফিজ।তার মায়াবী স্লোয়ারে একের পর এক কাবু হচ্ছে বিশ্ব সেরা সব ব্যাটসম্যানরা। আর তাকেই কিনা মাত্র ১ কোটি ৪০ লাখ রুপিতে (২ লাখ ৮ হাজার ডলার) দলে নেয় হায়দরাবাদ। তবে হায়দরাবাদে মুস্তাফিজের আরেক সতীর্থ

সফল বোলার নিউজিল্যান্ডের পেস বোলার ট্রেট বোল্টকে ৫ লাখ ৬০ হাজার ডলারে  কিনে সানরাইর্জাস হায়দরাবাদ। কিন্তু এত দামী প্লেয়ারকে এখন পর্যন্ত একটি ম্যাচেও মাঠে নামায়নি হায়দরাবাদ কোচ।

কিন্তু এ ব্যাপারে কোন আফসোস নেই কিউই পেসারের। বোল্ট বলেন, মুস্তাফিজ আমার চেয়ে অনেক ভাল বল করছে ও বর্তমানে বিশ্বের সেরা বোলারদের একজন, আমি ওর সাথে একই টিমে থাকতে পেরে আনন্দিত।

তবে,“টাকার অঙ্ক নিয়ে প্রত্যাশা পূরণ বা আক্ষেপের কোনো ভাবনাই নেই মুস্তাফিজুর রহমানের।ভালো লাগছে আইপিএল খেলছি।

আশা ছিল যে সুযোগ পাব। মাশরাফি খেলেছেন, সাকিব ভাই এখনও খেলছেন। আমি এখানে খেলে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারছি। এর চেয়ে বড় পাওয়া আর কিছু নয়।
Muhammad Tofazzal Hosain
Lecturer, Natural Sciences
Daffodil International University