Entertainment & Discussions > Photography

সেলফি-ই বলবে ব্যক্তির মানসিক অবস্থা

(1/1)

Jannatul Ferdous:
সেলফি-ই বলবে ব্যক্তির মানসিক অবস্থা

নিজের কর্মকাণ্ড বা প্রতিক্রিয়া স্থিরচিত্র হিসেবে ধারণ করা হলে সেটিকে বলা হয় সেলফি। আর একইভাবে এটি মোশন বা চলমান হলে এটিকে বলা হচ্ছে সেলফি ভিডিও।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দিনে দিনে বাড়ছে সেলফি, আর সেলফি ভিডিও আপলোডের হার। কথার ফাঁকে, কাজের ফাঁকে নিজের মুঠোফোনে ছবি তুলে তা ফেসবুক বা অন্যান্য সামাজিক মাধ্যমে তুলে দেয়া যেন অনেকেরই নেশা হয়ে উঠেছে। স্মার্টফোনের বদৌলতে সেলফি ভিডিও তুলে দেয়া হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এর পক্ষে-বিপক্ষে আলোচনা-সমালোচনা থাকলেও অবশ্য সেলফি ভিডিও প্রসারিত করেছে মনোচিকিৎসার একটি দিক। বিশেষজ্ঞরা বলছেন, সেলফি ভিডিওই জানান দেবে, ব্যক্তির মনোবস্থা।

যুক্তরাষ্ট্রের রকেস্টার বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক আবিষ্কার করেছেন একটি অ্যাপ। তাদের তৈরি এ অ্যাপটি কোনো ব্যক্তির সেলফি ভিডিও বিশ্লেষণ করে বলে দেবে তিনি কেমন পরিস্থিতিতে রয়েছেন, আর মানসিকভাবে তিনি সুস্থ আছেন কি-না।

ব্যক্তি কোনো আবেগ না দেখালেও বা নিজের কোনো তথ্য প্রকাশ না করলেও অ্যাপটি বলে দিবে তার মানসিক অবস্থার কথা। এক্ষেত্রে ভিডিও করার সময় ব্যক্তি কতবার মাথা নাড়িয়েছে, চোখ ঘুরিয়েছে, চোখের পাতা ফেলেছে বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের ক্রিয়া পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত দেবে অ্যাপটি।

রকেস্টার বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক জিবো লুয়ো বলেন, এ প্রক্রিয়ায় ব্যবহারকারীর অন্যান্য তথ্য যেগুলো ফোনে কিংবা সামাজিক মাধ্যমে দেয়া হয়েছে তার পর্যবেক্ষণেরও প্রয়োজন পড়ে না। গবেষকরা হৃদস্পন্দন, চোখের পাতা বন্ধ-খোলা, মাথা নাড়াচাড়ার হার প্রভৃতি বিশ্লেষণ করেই মানসিক অবস্থা জানাতে পারবেন।

sisyphus:
Funny thing is I always thought it's impossible to judge a person by his/her selfie

Mahiuddin Ahmed:
Interesting investigation...  :D

Navigation

[0] Message Index

Go to full version