Entertainment & Discussions > Football

ইউভেন্তুস গুঞ্জন উড়িয়ে দিলেন মাসচেরানো

(1/1)

Sahadat Hossain:
ইতালির ক্লাব ইউভেন্তুসে সম্ভাব্য ট্রান্সফারের আলোচনাকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন হাভিয়ের মাসচেরানো। তবে নিজের ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত করে কিছু বলেননি বার্সেলোনার এই ডিফেন্ডার।

চ্যাম্পিয়ন্স লিগের জন্য দলের শক্তি বাড়াতে আর্জেন্টিনার খেলোয়াড় মাসচেরানোকে ইতালির সেরি আর শিরোপা জেতা ইউভেন্তুস পেতে চায় বলে সম্প্রতি গুঞ্জন ওঠে।

বার্সেলোনার সঙ্গে মাসচেরানোর বর্তমান চুক্তির মেয়াদ আছে আরও দুই বছর।

২০১০ সালে কাতালান ক্লাবটিতে নাম লেখানো ৩১ বছর বয়সী মাসচেরানো বলেন, “একটা দিন আসবে যখন সব কিছু শেষ হতে হবে। আমি জানি না, এটা এখন, এক বছরের মধ্যে, নাকি দুই বছর বা এমনকি তিন বছরের মধ্যে হবে।”

“আমি সব সময় সব কিছু বিশ্লেষণ করি। আর এটা স্পষ্ট যে এই মুহূর্তে (ইউভেন্তুসের আলোচনা) কেবল গুঞ্জন। আমি বার্সেলোনায় আছি এবং ক্লাবের প্রতি আমি খুব কৃতজ্ঞ।”

Anuz:
 মাসচেরানো সত্যি অসাধারন............

Navigation

[0] Message Index

Go to full version