Health Tips > Teeth

দাঁত চকচকে রাখার সহজ উপায়

(1/1)

Sahadat Hossain:
দাঁতকে চকচকে রাখতে কে না চায়? তাই দাঁতের সমস্যা সমাধানে সবাই সহজ পথ খোঁজে। কেননা দাঁতের গোঁড়া দুর্বল, রক্তপাত, শিরশিরানি বা ব্যথা অনুভব হলে আমরা অস্থির হয়ে উঠি। এছাড়া দাঁত পরিষ্কার না থাকার কারণে বিশ্রী গন্ধও বিব্রত করে সবাইকে। তাই আসুন জেনে নেই দাঁত চকচকে রাখার সহজ উপায়।
দাঁত চকচকে রাখার উপায়
এটা কোনো ওষুধ বা পেস্ট নয়। শুধু একটি পাতা। যার নাম ‘Sage Leaves’, বাংলায় বলা হয় ‘ঋষি পাতা’। এর ২-৩টি পাতা রোজ চিবিয়ে নিলেই দাঁতের যাবতীয় সমস্যা নিমেষেই দূর হয়ে যায়। এছাড়া ঋষি পাতার রস দাঁতের জন্য কাজ করে টনিকের মত। ঋষি পাতার রস মুখের ভিতরে থাকা ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে রক্ষা করে। এমনকি থ্রোট ক্যান্সারেরও প্রতিরোধক হিসেবে কাজ করে।
- See more at: http://www.deshebideshe.com/news/details/75026#sthash.5rEAZnAu.dpuf

Jannatul Ferdous:


মুখের সৌন্দর্য্য অনেকাংশেই নষ্ট করে দিতে পারে দাঁতে হলদে দাগ। দাঁতের হলদেভাব অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলতে পারে আপনাকে। ঝকঝকে সাদা দাঁত ফুটিয়ে তুলবে আপনার ব্যক্তিত্বকে। চলুন জেনে নিই দাঁত সাদা রাখার ৭টি উপায়,

১। গাজর, সবুজ শাক এবং ব্রকোলির মতো সবজি দাঁত থেকে দাগ দূর করতে সাহায্য করে। সালাদে গাজর খান নিয়মিত।

২। নিয়মিত ফল খেলে দাঁতে সহজে দাগ পড়ে না বা হলদেটে হয় না। বিশেষ করে আপেল এবং স্ট্রবেরিতে রয়েছে ম্যালিক অ্যাসিড যা দাঁত সাদা করার একটি চমত্ৎকার প্রাকৃতিক উপাদান।

৩। দুধ এবং দুগ্ধজাত খাবারে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যা দাঁতের জন্য খুবই জরুরি।

৪। শুকনো ফল দাঁত সাদা রাখতে সাহায্য করে।

৫। চিনি ছাড়া চুয়িংগাম দাঁতের দাগ দূর করার একটি চমৎকার উপায়। এটি দাঁতকে সাদা রাখতে সাহায্য করে।

৬। প্রাকৃতিক উপায়ে কলার খোসা দিয়েও দাঁত সাদা করতে পারেন। যেমন একটি কলার খোসা ছাড়িয়ে ভেতরের অংশটা দাঁতে ঘষুন। কিছুক্ষণ পর পানি দিয়ে কুলি করে ফেলুন এবং দেখুন দাঁতের অনেকটাই হলদে ভাব দূর হয়েছে।

৭। ব্রাশ করার আগে ভালো মানের কোন টুথপেস্টের সঙ্গে যোগ করুন ১ চামচ বেকিং সোডা ও আধা চামচ পানি একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। সপ্তাহে দুই দিন এভাবে ব্রাশ করলে দেখবেন আগের চেয়ে ঝকঝকে হতে শুরু করেছে দাঁত।

Navigation

[0] Message Index

Go to full version