একত্রিত হচ্ছে ইয়াহু-টুইটার!

Author Topic: একত্রিত হচ্ছে ইয়াহু-টুইটার!  (Read 869 times)

Offline faruque

  • Hero Member
  • *****
  • Posts: 655
    • View Profile
একত্রিত হচ্ছে ইয়াহু-টুইটার!




দুরবস্থা কাটিয়ে উঠতে ইয়াহুর সঙ্গে যুক্ত হওয়ার কথা ভাবছে মাইক্রোব্লগিং সাইট টুইটার। এ লক্ষ্যে সাইটটির কয়েকজন এক্সিকিউটিভ ইয়াহুর প্রধান নির্বাহী কর্মকর্তা মারিসা মায়েরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। কোম্পাটি দুটির মধ্যকার কৌশলগত সংযুক্তির সম্ভাব্যতা নিয়ে তাদের মধ্যে কয়েক ঘণ্টা আলোচনা হয়েছে বলেও বৈঠকের একটি সূত্রের বরাত দিয়ে দ্য নিউইযর্ক পোস্ট শুক্রবার জানায়।

খবর আইএএনএস'র সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়, তাৎক্ষণিক খবরের জন্য টুইটার হচ্ছে একটি গন্তব্য এবং ইয়াহুর সাইটে অনেক অাইবল রয়েছে। এ দুটির একত্রিত হওয়ার ধারণা আপনারা যতটা রোমাঞ্চকর ভাবছেন ঠিক ততটা নয়। এদিকে, টুইটার এবং ইয়াহু এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। টুইটার কোনো গুজবের ব্যাপারে মন্তব্য করে না বলে কোম্পানিটির একজন মুখপাত্র জানিয়েছেন।

 - See more at: http://www.bd-pratidin.com/tech-world/2016/06/05/149157#sthash.JJaT3u6N.dpuf