Health Tips > Protect your Health/ your Doctor

হজমের সমস্যা দূর করার ঘরোয়া উপায়

(1/1)

Sahadat Hossain:
হজমের সমস্যা বেশ অস্বস্তিকর একটি বিষয়। অস্বাস্থ্যকর ও ভারসাম্যহীন খাদ্যাভ্যাস হজমের সমস্যার কারণ। দীর্ঘমেয়াদি হজমের সমস্যা তীব্র স্বাস্থ্যগত জটিলতা তৈরি করতে পারে।

একটি ঘরোয়া উপায় রয়েছে, যেগুলো মেনে চললে হজমের সমস্যা অনেকটাই কমানো যায়। এতে লাগবে আদা, মধু ও লেবু। আদা হজম ভালো করতে কাজ করে। মধু ও লেবুর মধ্যে রয়েছে প্রদাহরোধী ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। এগুলো হজমের প্রক্রিয়াকে উদ্দীপ্ত করে।

জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের স্বাস্থ্য বিভাগে জানানো হয়েছে এই প্রণালির কথা।

উপাদান

    পাতলা তিন থেকে চার টুকরো আদা
    এক কাপ পানি
    দুই চা চামচ লেবুর রস
    দুই থেকে তিন চা চামচ মধু

প্রণালি

    গরম পানিতে আদা টুকরোগুলো নিন
    একে পাঁচ থেকে সাত মিনিট ফুটান
    চুলা থেকে নামিয়ে মধু ও লেবুর রস দিন
    ঠান্ডা হলে পান করুন

এই প্রণালি হজম ভালো করতে সাহায্য করবে। তবে বেশি আদা দেওয়া যাবে না। এতে পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। পাশাপাশি যদি শরীরে জটিল কোনো সমস্যা থাকে, তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবারটি গ্রহণ করুন।

See more: http://www.dailynews.com.bd/স্বাস্থ্য-টিপস

Navigation

[0] Message Index

Go to full version