IT Help Desk > Online Money Earning

অনলাইনে আয় করুন ; সহজই বলতে পারেন

(1/1)

Mhmehadi:
বন্ধুরা আনলাইনে আয় কথা টা শুনতে শুনতে কান পচে গেছে। ভাবসিলাম কতো ই না সোজা। মাগার কেউ যদি একবার ও এই চেষ্টা করে থাকে তাহলে সে জানে এটা কতো টা কঠিন।
তবে কিছু সাইটে কাজ করে সহজেই মোবাইল খরচ আর মাসিক পকেট খরচ তা উঠানু যায় এটা সত্যি। এরকম একটা সাইট হলো http://www.jobcart.net/signup.php?REF=bWhtZWhhZGlAZ21haWwuY29t এখান থেকে প্রতিদিন ১৫- ২০ মিনিট কাজ করে আপনি মাসে এমনি মিনিমাম ৫০$ আয় করতে পারেন। কাজ গুলো ও খুব সোজা। ক্যাশ আউট যে কোন ভাবে করতে পারবেন। অ্যালার্ট পে অথবা পে-পালে।

psycho saint:
it was a helpful post

Shabab:
এটা যেমন সত্য যে অনলাইন এ বসে দিনে দিনে কটিপোতি হওয়া সম্ভব নয় । এটাও ঠিক যে আয় করা টা অসম্ভব কিছু নয়।

আমাদের সমস্যা হল আমরা বাঙ্গালিরা শর্টকাট খুজি , আমাদের এটা বোঝা উচিত যে দুনিয়ায় ফালতু কাজের জন্যে কেও অঢেল টাকা ঢাল্বে না । যদি ভাল টাকা কামাতে চান আসল কাজ করতে হবে (প্রতিদিন ২টা ক্লিক , বা ১০ টা সার্চ , বা ৫০ টা অ্যাড ক্লিক ) করে মাসে ৫০০টাকাও হবে না। আর ইন্টারনেটে ফ্রড ইনভেস্ট প্রচুর তাই সেদিকে না যাওয়াই ভাল। আমার জানা মতে নেটে উপার্জনের একমাত্র dependable ঊপায় হল- outsourcing. (আমি করি বলেই বলছি সম্ভব)

 কষ্ট ছারা কেষ্ট মেলে না এ কথাটা outsourcing এর জন্য ৩০০% সঠিক। তবে লেগে থাকলে সব সম্ভব।

ডেফোডিলে অনেক ছেলেপেলে আছে যারা outsourcing করে ব্যাপক টাকা আয় করে



Navigation

[0] Message Index

Go to full version