ঢাকা, ০২ জুন- ২০১৭ সালের জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে চলছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ইতোমধ্যে টূর্নামেন্টের সময় সূচি প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রন সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
১ জুন থেকে অনুষ্ঠিত হতে যাওয়া এ টূর্নামেন্টের উদ্ধোধোনী ম্যাচে ওভালে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা পেয়েছে টাইগাররা। বাংলাদেশ ও ইংল্যান্ডে ছাড়াও গ্রুপ ‘এ’তে আরো থাকছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। গ্রুপ বি’তে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সাথে আছে শ্রীলঙ্কা ও সাউথ আফ্রিকা।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি:
১ জুন ২০১৭ – ইংল্যান্ড বনাম বাংলাদেশ, ওভাল
২ জুন ২০১৭ – নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়া, এজবাস্টন
৩ জুন ২০১৭ – শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা, ওভাল
৪ জুন ২০১৭ – ভারত বনাম পাকিস্তান, এজবাস্টন
৫ জুন ২০১৭ – অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ, ওভাল
৬ জুন ২০১৭ – নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড, কার্ডিফ
৭ জুন ২০১৭ – দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, এজবাস্টন
৮ জুন ২০১৭ – ভারত বনাম শ্রীলঙ্কা, ওভাল
৯ জুন ২০১৭ – নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ, কার্ডিফ
১০ জুন ২০১৭ – ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া, এজবাস্টন
১১ জুন ২০১৭ – ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, ওভাল
১২ জুন ২০১৭ – শ্রীলঙ্কা বনাম পাকিস্তান, কার্ডিফ
১৪ জুন – প্রথম সেমিফাইনাল, কার্ডিফ
১৫ জুন ২০১৭ – দ্বিতীয় সেমিফাইনাল, এজবাস্টন
১৬ জুন ২০১৭ – ফাইনাল, ওভাল
১৯ জুন ২০১৭ – রিজার্ভ দিন
- See more at:
http://www.deshebideshe.com/news/details/75623#sthash.jCIwzmkU.dpuf