Health Tips > Beauty Tips

ত্বকের যত্নে কমলালেবুর ব্যবহার

(1/1)

Sahadat Hossain:
ত্বকের যত্নে আমরা বিভিন্ন রকমের প্রসাধনী ব্যবহার করে থাকি। কিন্তু এইসব কেমিকেল যুক্ত প্রসাধনী আমাদের ত্বকের জন্য কতটা ভালো? সত্যি বলতে কি, এগুলো ত্বকের রীতিমত ক্ষতিই করে থাকে। সৌন্দর্য যেটুকু মেলে তা সাময়িক, সৌন্দর্যহানিটা হয় দীর্ঘস্থায়ী। আর তাই, যদি ঘরোয়া উপায়েই ত্বকের যত্ন নিতে পারেন, সেটা থেকেই মিলবে সবচেয়ে বেশি উপকারিতা। 
ত্বকের যত্নে আমরা অনেক কিছুই ব্যবহার করি মুলতানি মাটি, চন্দন, দুধ, আরও বিভিন্ন ধরনের ফল যা আমাদের ত্বকের জন্য খুব ভালো। ফল দিয়ে রূপচর্চা করলে খুব ভালো উপকারিতা পাই আমরা। অনেক ফলের মধ্যে কমলালেবু খুবই ভালো আমাদের ত্বকের জন্য, আসুন তাহলে জেনে নিই কমলালেবু দিয়ে কিভাবে সহজ উপায়ে ত্বকের যত্ন নিবেন।

১) কমলালেবুর খোসা ছাড়িয়ে ভালোমত বেঁটে নিন।

২) তারপর বাটা খোসার সাথে পরিমাণমতো বেসন ও গোলাপজল মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিন।

৩)পুরো মুখে ( চোখ ও ঠোঁট বাদে) গলা সহ পেস্টটি লাগিয়ে নিন, শুকিয়ে গেলে সার্কুলার মুভমেন্টে হালকা করে ঘষে নিন তারপর মুখ ধুয়ে ফেলুন।

৪)সপ্তাহে তিন দিন ব্যাবহার করুন এই মাস্কটি। ত্বকে জমে থাকে সব ময়লা, ধুলাবালি, নিমিষেই দূর হবে এবং ত্বক হবে উজ্জ্বল, মসৃণ ও তেল তেলে ভাব কমে যাবে।

- See more at: http://www.deshebideshe.com/news/details/41736#sthash.0gNvCX46.dpuf

Navigation

[0] Message Index

Go to full version