IT Help Desk > IT Forum
এনিমেটেড ব্যাগ্রাউন্ড
(1/1)
raiyan:
১)প্রথমে ইন্টারনেটের কোথার থেকে একটা ছবি বাহির করুন।
আমি এটা নিলাম-
ছবি
২) নতুন ফ্লাস ডকুমেন্ট খুলুন। তারপরে Ctrl+J চেপে Document Properties-এ গিয়ে আপনার দৈর্ঘ্য, প্রস্থ ঠিক ক্করে নিন।
ছবি
৩)
সেটার পরে File > Import > Import to Stage (Ctrl+R) এবং ইম্পর্ট
করুন যেকোনো ছবি ফ্লাসে। ছবিটাকে পছন্দ করে Align Panel (Ctrl+K)-এ গিয়ে
এই করুন:
ছবি
৪) ডুপ্লিকাট করুন ছবিটাকে এবং সেটাকে নিচের ছবির জায়গায় বসান।
ছবি
৫) লেয়ার ১-এ ক্লিক করে সেটার নাম পরিবর্তন করুন। সেটার পরে ক্লিক করুন ফ্রেইম ১০০ এবং ২০০তে এবং F6 চাপুন।
৬) ফ্রেইম ১০০তে ফিরে যান এবং ছবিগুলোকে এইভাবে রাখুন-
ছবি
৭)
ডান ক্লিক করুন যেকোনো গ্রে জায়গায় যেটা ফ্রেইম ১ থেকে ১০০ এবং ১০০ থেকে
২০০তে এবং তার পরে Create Motion Tween বানান ডান ক্লিক করে।
ছবি
৮) নতুন লেয়ার তৈরী করুন ছবির লেয়ারগুলোর উপরে এবং নাম দিন সেগুলোর object. সেটার পরে ছবি খুঁজুন ব্যাগ্রাউন্ড ছাড়া।
ছবি
৯) Ctrl+R চেপে ইম্পর্ট করুন সেই ছবিটাকে।
১০) নিচের ছবির মত সেটা বসিয়ে দিন। এবং আপনার কাজ শেষ।
ছবি
Navigation
[0] Message Index
Go to full version