আর কয়েক ঘণ্টার মধ্যে ব্রাজিলের চূড়ান্ত অলিম্পিক ফুটবল দল ঘোষণা করার কথা ছিল তাঁর। এর আগেই কোচের পদ থেকে ছাঁটাই হলেন দুঙ্গা। ১৯৯৪ বিশ্বকাপজয়ী অধিনায়ক কোচের মেয়াদে দ্বিতীয় দফাও পূর্ণ সময়ে দায়িত্ব পালন করতে পারলেন না। প্রথম দফায় ২০০৬ বিশ্বকাপের পর ২০১০ বিশ্বকাপ পর্যন্ত সময়টায় কোপা আমেরিকা ও কনফেডারেশনস কাপের শিরোপা এনে দিয়েছিলেন ব্রাজিলকে। তখনো তাঁর খেলানোর ধরন নিয়ে তীব্র সমালোচনা ছিল। আর এবার তো কোপা আমেরিকার প্রথম পর্বেই বাদ পড়েছে ব্রাজিল। গত ২৯ বছরে যে লজ্জায় পড়তে হয়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
পেরুর কাছে ১-০ গোলে হেরে যাওয়ার পরই ব্রাজিলের পাশাপাশি দুঙ্গার বিদায়ও নিশ্চিত হয়ে যায়। দুঙ্গা অবশ্য তখনো বেশ আশাবাদী ছিলেন তাঁকে রেখে দেবে ব্রাজিল। কিন্তু গতকাল মঙ্গলবার সেই অমঙ্গলজনক খবরই তাঁকে দিল ব্রাজিলের ফুটবল সংস্থা (সিবিএফ)। অবশ্য ব্রাজিল সমর্থকেরা এই খবরটি দলের জন্য মঙ্গল আর মুক্তি হিসেবেই দেখছেন। সাম্প্রতিক এক জরিপে দেখা গিয়েছিল, ব্রাজিলের ৯১ শতাংশ মানুষই ব্রাজিল দলের ওপর আস্থাশীল নয়।
দুঙ্গার উত্তরসূরি কে হবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে যে–ই হোক, সবকিছু গুছিয়ে নেওয়ার জন্য বেশি সময় তিনি পাচ্ছেন না। তাঁর প্রথম কাজ হবে সমর্থকদের আস্থা ফেরানো।