২, ৫, ৩, ৪...আর্জেন্টিনার গোলবন্যা চলছেই। এবার কোয়ার্টার ফাইনালেও এক হালি গোল পেয়েছে আর্জেন্টিনা। ভেনেজুয়েলাকে ৪-১ গোলে হারিয়ে চলে গেছে সেমিফাইনালে। কোপা আমেরিকার ইতিহাসে গ্রুপ পর্বে সবচেয়ে বেশি ১০ গোল করা আর্জেন্টিনা এখন পর্যন্ত চার ম্যাচে করেছে ১৪ গোল!
প্রথম ম্যাচে চিলির বিপক্ষে ২-১ গোলের জয়। এরপর পানামাকে ৫-০ গোলে উড়িয়ে দেওয়া। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বলিভিয়ার জালে মাত্র ৩২ মিনিটে ৩ গোলের পর জয়ের ব্যবধানটা ওই ৩-০–তেই রাখা। এরপর আজ চার গোল করল আর্জেন্টিনা। ক্লাব ও জাতীয় দল মিলে আর্জেন্টিনাই বোধ হয় বিশ্বের সেই বিরল দলগুলোর একটি, ৩-০ গোলে এগিয়ে যাওয়ার পর প্রতিপক্ষের অর্ধে যারা ৯ খেলোয়াড় নিয়েও খেলার দুঃসাহস দেখায়। আজকের ম্যাচেও তা-ই হয়েছে। এমনকি ভেনেজুয়েলা একটা গোল শোধ করার পাল্টা প্রতিশোধ আর্জেন্টিনা আজ নিয়েছে মাত্র ৩০ সেকেন্ডের ব্যবধানে।