Entertainment & Discussions > Football

মেক্সিকোর দুঃস্বপ্নের সন্ধ্যা!

(1/1)

Anuz:
আজকের আগে টানা ২২ ম্যাচ অপরাজিত ছিল মেক্সিকো। কিন্তু ২৩তম ম্যাচটা যে তাদের দুঃস্বপ্নে পরিণত হবে, সেটা কি তারা ভেবেছিল? আজ চিলির বিপক্ষে ম্যাচে যা হলো, সেটা অবশ্য অভাবনীয়ই মেক্সিকোর কাছে। কোপা আমেরিকার শেষ কোয়ার্টার ফাইনালে চিলি ৭-০ গোলে হারিয়েছে মেক্সিকোকে।
সান্তা ক্লারায় এডুয়ার্ডো ভার্গাসের ১৩ মিনিটের ঝড়েই মূলত উড়ে গেছে মেক্সিকো। দুই অর্ধ মিলিয়ে ১৩ মিনিট সময়েই নিজের হ্যাটট্রিক পূরণ করেন ভার্গাস। ম্যাচের ৪৪, ৫২, ৫৭ মিনিটে হ্যাটট্রিক পূরণ করার পর ৭০ মিনিটে করেন চতুর্থ গোলটি। ভার্গাসের চার গোলের পাশাপাশি এডসন পুচে করেছেন জোড়া গোল। চিলির গোল উৎসবে শামিল হয়েছিলেন আলেক্সিস সানচেজও।

Navigation

[0] Message Index

Go to full version