Entertainment & Discussions > Story, Article & Poetry
বাজ পড়লে টিভি, ফ্রিজ, কম্পিউটারের সুইচ অফ করাই কি যথেষ্ট?
(1/1)
Anuz:
বর্ষা আসছে, বৃষ্টি হবেই। কিন্তু সঙ্গে বাজের দাপট। অনেকেই টিভি, ফ্রিজের সুইচ বন্ধ করে দেন। চার্জড ক্লাউড বা বিদ্যুৎযুক্ত মেঘের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স থেকে যে বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হয়, তা-ই আমরা বিদ্যুৎ নামে চিনি। এই বিদ্যুৎ তীব্র গতিতে ধেয়ে আসে পৃথিবীর দিকে। ফলে বিদ্যুতের তারের সঙ্গে এর সংঘর্ষ অনিবার্য হয়ে পড়ে অনেক ক্ষেত্রে। তার বেয়ে এই বিদ্যুৎ ধেয়ে আসতে পারে টিভি, ফ্রিজে। আকাশ থেকে যে বিদ্যুৎ নেমে আসে, তার স্থায়িত্ব তেমন নয়। কিন্তু ওই অল্পসময়েই টিভি, ফ্রিজ বা কম্পিউটারের সার্কিটের বারোটা বাজিয়ে দিতে পারে। যে গতিতে এই বিদ্যুৎ আসে, তাতে সুইচ বন্ধ করে রাখলেও ক্ষতি হতে পারে অনায়াসে। ফলে বাজ পড়লে টিভি, ফ্রিজ বা কম্পিউটারের সুইচ তো বন্ধ করবেনই, সঙ্গে প্লাগটিও খুলে দিন।
Farhadalam:
Noted with thanks.
Anuz:
Thanks
Israk Zahan Papia:
Thank you.
Sharminte:
Thanks for sharing.
Navigation
[0] Message Index
Go to full version