এ বছর থেকেই পঞ্চম শ্রেণিতে অভিন্ন প্রশ্নে পরীক্ষা

Author Topic: এ বছর থেকেই পঞ্চম শ্রেণিতে অভিন্ন প্রশ্নে পরীক্ষা  (Read 1323 times)

Offline Umme Salma Panna

  • Full Member
  • ***
  • Posts: 140
  • Test
    • View Profile
এ বছর থেকেই পঞ্চম শ্রেণিতে উপজেলাভিত্তিক অভিন্ন প্রশ্নে মূল্যায়ণ পরীক্ষা হবে। এ পরীক্ষার মাধ্যমে দেয়া হবে মেধাবৃত্তি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলছে, অন্যান্য বার্ষিক পরীক্ষার মতোই এই পরীক্ষা নেয়া হবে।

শিক্ষানীতি বাস্তবায়ন করতে প্রাথমিক শিক্ষা এখন অষ্টম শ্রেণি পর্যন্ত। এ বছর আর প্রাথমিক শিক্ষা সমাপনী বা পিএসসি পরীক্ষা হচ্ছে না। পিএসসি পরীক্ষার মেধা তালিকা থেকে সেরা শিক্ষার্থীদের মেধাবৃত্তি দেয়া হতো।

কিন্তু এ পরীক্ষা না থাকায় মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে, এখন থেকে পঞ্চম শ্রেণির মূল্যায়ন পরীক্ষায় অংশ নেবে শিক্ষার্থীরা।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলছে, এ জন্য বাড়তি কোনো ব্যবস্থা নেয়ার প্রয়োজন নেই। মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রস্তাব তৈরি করা হয়েছে। বিদ্যমান সুবিধাতেই পরীক্ষা নেয়া সম্ভব।

প্রাথমিক ও গণশিক্ষা সচিব বলেছেন, আগে সেরা মেধাবীদের বৃত্তি পরীক্ষা দেয়ার সুযোগ দেয়া হতো। শিক্ষকদের নজরও থাকতো তাদের দিকে বেশি। তবে মূল্যায়ন পরীক্ষায় অংশ নিতে হবে সব শিক্ষার্থীকেই। এতে শিক্ষার্থীদের মধ্যে দূরত্ব কমে আসবে।

চ্যানেল আই অনলাইন : মোস্তফা মল্