Entertainment & Discussions > Life Style

লম্বা দেখানোর উপায়

(1/1)

Md. Mizanur Rahman:
ছেলেদের অন্যতম চিন্তার বিষয় হল তাদের উচ্চতা। অনেক ছেলেই কম উচ্চতার কারণে কিছুটা হীনম্মন্যতায় ভোগেন। আবার ওজন কিছুটা বেশি হলেও অনেক সময় আত্মবিশ্বাসে ঘাটতি দেখা দেয়। তবে সাধারণ কিছু বিষয় খেয়াল রাখলেই, প্রত্যক্ষভাবে অন্যের দৃষ্টিতে নিজেকে কিছুটা লম্বা দেখানো সম্ভব।



হাফিংটনপোস্ট ডটকমে প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, ছেলেদের পোশাকের উপর তাদের উচ্চতা ও গড়ন কেমন দেখাবে, তা অনেকটাই নির্ভর করে। তাই পোশাক নির্বাচনের ক্ষেত্রে বিশেষ কিছু দিকে লক্ষ রাখা জরুরি।

- সঠিক মাপের প্যান্ট পরা উচিত। নিজের মাপের তুলনায় বেশি বড় প্যান্ট পরার ফলে পায়ের গোড়ালির কাছে গিয়ে কাপড় অনেকটা কুঁচকে থাকে। যা অন্যের দৃষ্টি আকর্ষণ করতে পারে। ফলে দেখতে কিছুটা খাটো দেখায়। তবে সঠিক মাপের প্যান্ট পরলে নীচের দিকে অন্যের চোখ তেমন আকৃষ্ট হয় না। তাই উচ্চতাও নিয়ে মাথাও ঘামায় নায়।

- যাদের উচ্চতা কিছুটা কম তারা লম্বা, স্ট্রাইপ নকশার পোশাক পরতে পারেন। এতে তাদের দেখতে কিছুটা লম্বা দেখায়। আড়াআড়ি স্ট্রাইপ বা ডিজাইনের পোশাকে খাটদের আরও খাট দেখায়।

- যাদের শরীর বা পেট কিছুটা মোটা তারা একটু গাঢ় রংয়ের পোশাক পরতে পারেন। হালকা রংয়ে সবাইকেই কিছুটা মোটা দেখায়। সেক্ষেত্রে গাঢ় রংয়ের পোশাকে মোটাভাব কিছুটা কম চোখে পড়ে। তাছাড়া যাদের পেটের পাশ বেশি মোটা তারা বেল্ট পরার অভ্যাস এড়িয়ে চলাই ভালো। কারণ বেল্ট পরলে পেটের বাড়তি অংশ বেশি চোখে পড়বে।

- এমন পোশাক পরা উচিত যাতে সবার নজর উপরের দিকে হয়। কারণ যখন নজর শরীরের উপরের অংশে থাকবে তখন অন্যের দৃষ্টিতে প্রত্যক্ষভাবে দেখতে কিছুটা লম্বা দেখাবে। তাই এ বিষয়গুলো মাথায় রেখেই পোশাক নির্বাচন করা উচিত।

Source: http://bangla.bdnews24.com/lifestyle/article865001.bdnews

Navigation

[0] Message Index

Go to full version