IT Help Desk > IT Forum

New antivirus arrival on market

(1/1)

Muntachir Razzaque:
বাংলাদেশি বহুজাতিক সফটওয়্যার প্রতিষ্ঠান রিভ সিস্টেমস অ্যান্টিভাইরাস সফটওয়্যার বাজারে ছাড়ছে। রিভ অ্যান্টিভাইরাস নামের এই সফটওয়্যার বাজারজাত করছে বাংলাদেশি প্রতিষ্ঠান টেক রিপাবলিক। এরই মধ্যে পরিবেশক হিসেবে রিভ টেক রিপাবলিককে নিয়োগ দিয়েছে। ২০ জুন থেকে ইন্টারনেটে www.reveantivirus.com ঠিকানার ওয়েবসাইটে এই সফটওয়্যার পাওয়া যাবে। পাশাপাশি কম্পিউটার পণ্যের দোকান থেকে এটি সক্রিয় করা যাবে।
রিভ অ্যান্টিভাইরাসের প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জিত চ্যাটার্জি বলেন, বর্তমান সময়ে কম-বেশি সবার একাধিক যন্ত্র রয়েছে। তাই রিভ অ্যান্টিভাইরাসও দিচ্ছে প্রতিটি প্যাকেজে ন্যূনতম দুটি করে লাইসেন্স। অ্যান্টিভাইরাস, ইন্টারনেট সিকিউরিটি এবং টোটাল সিকিউরিটি—এই তিন ধরনের প্যাকেজে এটি পাওয়া যাবে। এর রয়েছে অ্যান্ড্রয়েড, আইওএস ও উইন্ডোজ মোবাইল সংস্করণ।
বিজ্ঞপ্তি

Source: http://www.prothom-alo.com/technology/article/884023/%E0%A6%86%E0%A6%B8%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AD-%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%87%E0%A6%AE%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%85%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B8

Navigation

[0] Message Index

Go to full version