ইফতার পার্টির সাজ-পোশাক

Author Topic: ইফতার পার্টির সাজ-পোশাক  (Read 1279 times)

Offline Jannatul Ferdous

  • Full Member
  • ***
  • Posts: 247
  • Test
    • View Profile
ইফতার পার্টির সাজ-পোশাক

পবিত্র রোজার মাস তো শুরু হলো। অনেক সময় দেখা যায়, কোনো আত্মীয় বা বন্ধুর বাড়িতে বা করপোরেট লেভেলে ইফতার পার্টি থাকে। তখন সেখানে একেবারে সিম্পল না গিয়ে কিছুটা সাজতে হয়।
জেনে নিন কীভাবে যাবেন:
ইফতার পার্টির সাজ ছিমছাম ও কোমল হওয়াই ভালো। সে ক্ষেত্রে মুখে হালকা বেজ দেওয়া যেতে পারে। ফাউন্ডেশনে হালকা কমপ্যাক্ট পাফ চলতে পারে। নইলে ফেয়ারনেস ক্রিম বেছে নিন। তার ওপরে বুলিয়ে নিন লুজ পাউডার। ব্যস, হয়ে গেল বেজ।
আজকাল পাউডার প্যানকেকও পাওয়া যায়। হালকা করে মুখে বুলিয়ে নিয়ে দিন কমপ্যাক্ট বা ফেস পাউডারের প্রলেপ। অনেক্ষণ থাকবে বেজ। সেটা খুবই লাইট। চোখে কিছু না দিয়ে শুধু কাজলের টান দেওয়া যায়। প্রায়ই বৃষ্টি হচ্ছে, পানিরোধক কাজল এবং বেজ ব্যবহার করুন। এতে সহজে মুখে মেকআপ ও চোখের সাজ নষ্ট হবে না।
চোখের ওপর শেড দিতে হলে হালকা পিঙ্ক শেড দিতে পারেন। তবে ইফতার পার্টির রং হবে কোমল। পিচ, গোল্ডেন, ব্রাউন, লাইট রাস্ট, বটল গ্রিন বা লাইট মিন্ট কালারের শেড চোখে ভালো মানাবে। তার ওপরে লাইট মাসকারা। অথবা কোনো শেডে না গিয়ে সিম্পল আইলাইনার। চোখে আপনা থেকেই একটা কোমল ভাব আসবে। এতে বেশ সুন্দর দেখাবে।
লিপস্টিক স্কিনের রঙের সঙ্গে মিলিয়ে দিতে হবে। সেটা যে রং-ই হোক না কেন, গায়ের রং-এর শেডের সঙ্গে মিলতে হবে। আপনার স্কিন টোন শ্যামলা হলে রাস্ট কালারের লাইট লিপস্টিক খুব মানাবে। ফর্সা হলে লাইট পিংক, পিচ, ফুসিয়া বা ন্যুড কালারের লিপস্টিক বেছে নিন। খুব বেশি হলে চোখে দিতে পারেন আইল্যাশ। অনেকেই নখের জন্য কালার এক্সপেরিমেন্ট করছেন আজকাল। ন্যুড কালারের নেইলপলিশ বেছে নিন। ব্যস, এর বেশি আর কিছু লাগবে না।
Mosammat Jannatul Ferdous Mazumder
Student Counselor (Counseling & Admission)

Offline Mafruha Akter

  • Sr. Member
  • ****
  • Posts: 309
    • View Profile
Re: ইফতার পার্টির সাজ-পোশাক
« Reply #1 on: July 27, 2017, 02:43:09 PM »
thank u
Mafruha Akter
Sr. Library officer
Daffodil International University
(Uttara Campus)