Religion & Belief (Alor Pothay) > Islam
একটি ভুল ধারণা : ‘কবুল’ শব্দ উচ্চারণ না করলে কি বিবাহ সহীহ হয় না?
(1/1)
A-Rahman Dhaly:
কিছু কিছু মানুষের ধারণা, বিবাহের ইজাব পেশ করার পর পাত্র যদি ‘কবুল’ শব্দ উচ্চারণ না করে তাহলে বিবাহ সহীহ হবে না। এ ধারণা ঠিক নয়। আসল বিষয় হল সম্মতি জ্ঞাপন করা। এখন কবুল শব্দ ছাড়া যদি ‘আলহামদুলিল্লাহ আমি গ্রহণ করলাম’ বা এজাতীয় শব্দ উচ্চারণ করে তাহলেও সেটা সম্মতি বোঝাবে এবং বিবাহ সহীহ হবে। সুতরাং ‘কবুল’ শব্দই উচ্চারণ করতে হবে- এ ধারণা ভুল।
- মাসিক আলকাউসার
-
জুমাদাল উলা ১৪৩৭ . ফেব্রুয়ারি ২০১৬
পুরোনো সংখ্যা . বর্ষ: ১২ . সংখ্যা: ০২
Navigation
[0] Message Index
Go to full version