বলুন তো ছবিতে ক’টি বাঘ?

Author Topic: বলুন তো ছবিতে ক’টি বাঘ?  (Read 541 times)

Offline Lazminur Alam

  • Sr. Member
  • ****
  • Posts: 337
  • Test
    • View Profile
First download the attached images & analysis: Good Luck...

ছবিতে এক বাঘ দম্পতি তাদের দুই সন্তান নিয়ে বসে আছে। এক্ষেত্রে যদি প্রশ্ন ছুড়ে দেওয়া হয়, ছবিটিতে ক’টি বাঘ, তাহলে নিঃসন্দেহে তা অবান্তর বলে মনে হবে। যদি বলা হয়, এখানে ১৬টি বাঘ রয়েছে, তাহলে হয়তো চোখ কপালে উঠে যাবে অনেকের।

সোজাভাবে দেখলে চারটি বাঘই নজরে পড়বে এখানে। কিন্তু ‘অপটিক্যাল ইলাসস্ট্রেশন’ পোস্টারটিতে একটু ভালো করে তাকালেই দেখতে পাবেন এখানে চারটি নয় মোট ১৬টি বাঘ রয়েছে।

মূলত শিশুদের জন্য এই ‘লজিক পাজল’ তৈরি করা হয়েছে, যেখানে ১২টি বাঘের মুখ লুকিয়ে রয়েছে।

গবেষকরা মনে করেন, শিশুর পরিপূর্ণ মেধা বিকাশে পাজল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ক্রসওয়ার্ড, সুডোকু, লজিক পাজল, ভিজুয়্যাল কোনানড্রাম মানসিক দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করে। স্মৃতিশক্তি বাড়ায়, বিশ্লেষণ করার ক্ষমতা বাড়ায়।

ছবিটির ফোরগ্রাউন্ড-ব্যাকগ্রাউন্ড সব দিকে মনোযোগ দিলেই এখানে ১৬টি বাঘ খুঁজে পাবেন।

ছবির একদম উপরে গাছের শাখার দিকে মনোযোগ দিলেই লুকিয়ে থাকা পাঁচটি বাঘের মুখ খুঁজে পাওয়া যাবে। দু’টি বাঘ খুঁজে পাওয়া যাবে দৃশ্যমাণ বাঘের পায়ের নিচে। বামদিকে একটি, ডানদিকে তিনটি আর শেষ বাঘের মুখটি রয়েছে মাটিতে।
MD.LAZMINUR ALAM
|| BA (Hons) in English || || MBA in Marketing ||

Senior Student Counselor
Daffodil International University
Cell: 01713493051
E-mail: lazminur@daffodilvarsity.edu.bd
            lazminurat@yahoo.com
Web: www.daffodilvarsity.edu.bd