Entrepreneurship > Research on Entrepreneurship

স্মার্ট বাদাম বিক্রেতা হিসেবে পরিচিতো

(1/1)

Sultan Mahmud Sujon:
উদ্যোক্তা কোথা থেকে হয় ! তাহমিনা রহমান কথা বয়স ২৩ ।স্মার্ট বাদাম বিক্রেতা হিসেবে পরিচিতো রাজধানীর রবীন্দ্র সরোবর এলাকায়। সাদা হেডফোন, নেভি ব্লু রঙের শার্ট, পায়ে কনভার্স ও পরনে জিন্স, আর কী লাগে! এতেই তো অভিজাত পরিচয়।এখন ধানমন্ডির বিভিন্ন পয়েন্টে বাদাম বিক্রি করছেন স্মার্ট কথা। তবে এখন নিজে কিছু একটা করছি অনেক ভালো লাগছে। বাদাম বিক্রির মধ্যেও স্বাধীনতা আছে...। লালমাটিয়া মহিলা কলেজে ক্লাস শেষ করে বাসায় ফেরেন কথা। এরপরে বন্ধুদের নিয়ে যেসময় আড্ডা দিতেন সেই সময়ে বাদাম বিক্রি করছেন এই তরুণী। তিনি আরও বলেন, বাদাম বিক্রি করে কত টাকা আয় হলো বড় কথা নয়। দেশের সব ছেলে-মেয়েদের আমার বার্তা: ‘চলো কিছু একটা করি’। অলস সময়ে বসে না থেকে দেশের সব কাজকে সমানভাবে গুরুত্ব দেওয়া উচিত

Navigation

[0] Message Index

Go to full version