জেনে নেয়া যাক রেফ্রিজারেটর পরিষ্কার করার সঠিক নিয়ম

Author Topic: জেনে নেয়া যাক রেফ্রিজারেটর পরিষ্কার করার সঠিক নিয়ম  (Read 1050 times)

Offline taslima

  • Hero Member
  • *****
  • Posts: 515
    • View Profile
১. ফ্রিজ পরিষ্কারের সময় ভেতরের যাবতীয় সব্জি, ফল বাইরে বের করুন।
২. এরপর ফ্রিজের তাকে শুকনো কাগজ রেখে দিতে দিন৷ ফ্রিজকে ডিপফ্রস্ট মোডে দিয়ে দিন৷ বরফ গলে গেলে ফ্রিজ থেকে কাগজগুলো বের করে নিন৷ সমস্ত ময়লা উঠে আসবে৷
৩. ফ্রিজের ভেতরের দুর্গন্ধ দূর করতে বেকিং সোডা খানিকক্ষণ লাগিয়ে রেখে ভিজে কাপড় দিয়ে মুছে নিন৷ গন্ধ চলে যাবে।
৪. ফ্রিজ মোছার কাপড়টা আগে থেকে হালকা গরম জলে ভিজিয়ে নিন। তারপর সেটি দিয়ে ফ্রিজ মুছুন। মোছার পর ফ্রিজের পাল্লা ঘণ্টাখানেক খোলা রাখুন৷ দুর্গন্ধ একেবারে গায়েব হয়ে যাবে৷দুর্গন্ধ বেশি থাকলে গরম নুনজলে খাবার সোডা মিশিয়ে নিতে পারেন৷
৫. ডিপ ফ্রিজ পরিষ্কার করতে মাইক্রো ফাইবার যুক্ত কাপড় ব্যবহার করুন৷
৬. অনেকদিন ধরে ফ্রিজে পুরনো খাবার রাখবেন না৷ এতেও দুর্গন্ধ ছড়াতে পারে।
৭. অনেকদিন ধরে টক দই রাখলেও ফ্রিজ খুললেই একটা বিশ্রি গন্ধ নাকে লাগে৷ এর সমাধানে ছোট বাটিতে করে অল্প চুন ফ্রিজের ভিতর রেখে দিন৷
৮. এছাড়াও এক টুকেরা পাতিলেবুর টুকরো ফ্রিজের কোণায় রাখলে ফ্রিজ খোলার পরপরই নাকে দুর্গন্ধ লাগবে না৷
সুত্রঃ ইত্তেফাক
Taslima Akter
Sr. Accounts Officer (F&A)
Daffodil International University
Email: taslima_diu@daffodilvarsity.edu.bd