IT Help Desk > IT Forum

বহু প্রতিক্ষার পর বাংলাদেশে কার্যক্রম শুরু করবে পেপ্যাল

(1/1)

Md. Mahfuzul Islam:
পেপ্যালের সঙ্গে চুক্তি করেছে রাষ্ট্রমালিকানাধীন সোনালী ব্যাংক। চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন সোনালী ব্যাংকের ভারপ্রাপ্ত ম্যানেজিং ডিরেক্টর (এমডি) দিদার মো. আব্দুর রব।

দীর্ঘদিন থেকেই বাংলাদেশে পেপ্যালের সেবা চালুর দাবি ছিল। ‘বাংলাদেশে পেপ্যাল আসছে’ এমন খবর অনেকবার সংবাদ মাধ্যমে এসেছে। আর প্রত্যেকবার তা ভুল প্রমাণ হয়েছে। তবে এখন সেই সপ্ন সত্যি হতে যাচ্ছে। আগামী মাস থেকেই পেপ্যালের সেবা মিলতে পারে বাংলাদেশে।

কার্যক্রম চালু করতে পেপ্যালের একটি দল দেশে ঘুরেও গেছেন। দলটি বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংকসহ সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে আলাপ-আলোচনাও করে গেছে। আর এর ফলে বাংলাদেশে পেপ্যালের কার্যক্রম শুরুর বিষয়ে আর সংশয় থাকছে না।

সোনালী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক দিদার মো. আবদুর রব প্রথম আলোকে বলেন, "আগামী মাস থেকেই পেপ্যালের সেবা শুরু হবে। সরকারের উদ্যোগের ফলে এ চুক্তি সম্পন্ন হচ্ছে।"


উচ্চাকাঙ্ক্ষী পেপ্যালের গ্রাহক একটি বৈধ ক্রেডিট কার্ড বা ব্যাংক একাউন্ট PayPal এর সঙ্গে যুক্ত করে তার সেবা উপভোগ করতে পারবেন। অধিকাংশ লেনদেন বিনামূল্যে। পেপ্যালের ব্যাবসার অ্যাকাউন্ট থেকে প্রধানত লেনদেন ফি দিতে হবে। একটি লেনদেনের জন্য 1.9%  থেকে 2.9% ফি দিতে হতে পারে। যদিও,সোমালিয়ার প্রতিটি লেনদেনের জন্য ফি দিতে হয়। ফি, সাধারণত ত্রিশ সেন্ট প্লাস।

Navigation

[0] Message Index

Go to full version