Entertainment & Discussions > Art
আমরা সবাই নিজের কাছে গুরূত্বপূর্ণ।
(1/1)
Nurul Mohammad Zayed:
আসলে আমরা সবাই নিজের কাছে গুরূত্বপূর্ণ।নিজেদের দুঃখ-কষ্ট, পাওয়া না পাওয়ার ছক টানতে এতটাই ব্যস্ত এবং মনোযোগী যে অন্য একজনের কষ্ট আমাদের স্পর্শ করে না। তবে হ্যা, অন্য একজনের ভুল আর অক্ষমতাগুলো ঠিকই দৃষ্টিগোচর হয়। এক্ষেত্রে আবার আমরা নিজেদেরটা দেখতে উদাসীন।বলার জন্য সঙ্গী খুজি অথচ আমরা শুনতে নারাজ।আমরা অন্যকে বদলাতে চাই কিন্তু নিজে বদলে যেতে চাই না।আমরা নিজেরাও স্বার্থ খুজি অথচ অন্য একজনকে ঠিকই স্বার্থপর আক্ষায়িত করি।আমরা একতার কথা বলি আবার সামান্য থেকে সামান্যতম বিষয়ে সহজেই বিভক্ত হই।আমরা বড় বড় কথা বলি কিন্তু ছোট ছোট পদক্ষেপও নেই না এর বাস্তবায়নে।আমরা পুরাতনকে আকড়ে ধরে নতুনত্বের স্বপ্ন দেখি এবং দেখাই।আমরা পরিবর্তন চাই কিন্তু আফসোস পরিবর্তক হই না। (Ivy, 2016)
sisyphus:
So true! Everything revolves around "me" ::)
Nurul Mohammad Zayed:
Keep Reflecting on it .......
Navigation
[0] Message Index
Go to full version