IT Help Desk > News and Product Information

DIU @ NASA :)

(1/1)

Nurul Mohammad Zayed:
DIU @ NASA :)

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) প্রধান কার্যালয় ওয়াশিংটনে নাসা ও স্পেস অ্যাপস বাংলাদেশ এর সঙ্গে সম্প্রতি এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন নাসার প্রধান বিজ্ঞানী এলেন স্তোফান, সি টি ও দেবরা দিয়াজ, ওপেন ইনভেনশনস প্রোগ্রাম মানেজার বেথ বেক ও নাসার সিনিয়র ইন্টারন্যাশনাল রিলেশন স্পেশালিষ্ট নিল নিউমেন।
সভায় স্পেস অ্যাপস বাংলাদেশ এর পক্ষে উপস্থিত ছিলেন কনভেনর আরিফুল হাসান অপু, আন্তর্জাতিক উপদেষ্টা মাহাদি জামান ও ডিআইইউ সফটওয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান তৌহিদ ভুইঞা।
অনুষ্ঠানে স্পেস অ্যাপস প্রজেক্ট অ্যাক্সিলেটর, নাসা ইনোভেশন সেন্টারসহ বাংলাদেশ থেকে কিভাবে নাসার সাথে শিক্ষার্থীরা কীভাবে কাজ করতে পারে সেসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এছাড়ও সভায় এবছরের আগস্ট মাস থেকে শুরু হতে যাওয়া প্রজেক্ট এক্সিলেটর প্রোগ্রামের কারিগরি সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
News: http://www.dhakatimes24.com/2016/07/19/120455

Navigation

[0] Message Index

Go to full version