Entertainment & Discussions > Sports Zone

Dhaka Women's Marathon 2016

(1/1)

iftekhar.swe:
১২ আগস্ট বাংলাদেশে প্রথমবারের মত হতে যাচ্ছে শুধুমাত্র নারীদের জন্য " Dhaka Women's Marathon ২০১৬" ।
১২ আগস্ট শুক্রবার সকাল ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (TSC)এর সামনে থেকে শুরু হবে এই ৯ কিলোমিটারের এই ম্যারাথন।
ঢাকা ওমেন'স ম্যারাথন টিম এই ম্যারাথনে স্বেচ্ছাসেবক আহ্বান করছে।

স্বেচ্ছাসেবক হতে চাইলে:

প্রি-ম্যারাথন ক্যাম্পেইন:
ঢাকা ওমেন'স ম্যারাথন প্রস্তুতিতে ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, কর্পোরেট প্রতিষ্ঠান ও ক্লাবে প্রচারণা ও নিবন্ধন করানোর জন্য যুক্ত হওয়ার সুযোগ আছে। নিজ নিজ বিশ্ববিদ্যালয়, কলেজ, কর্পোরেট প্রতিষ্ঠান ও ক্লাব সমূহে প্রচারণা চালাতে পারবেন। নির্দিষ্ট দলে সমন্বয় করে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নিবন্ধন ফর্ম এভারেস্ট একাডেমী সরবরাহ করবে।

ম্যারাথন ডেঃ
ম্যারাথনের দিন বিভিন্ন অংশে ভাগ হয়ে কাজ করবে ৪০০'র অধিক স্বেচ্ছাসেবক।

রেজিষ্ট্রেশন - ৫০ জন
স্টার্টিং অ্যান্ড ফিনিশ লাইন- ৫০ জন
রোড ক্লিয়ারেন্স - ৩০০ জন

রেজিষ্ট্রেশন এর কাজ সমুহ-
১. ফরম সংগ্রহ
২. রানার্স নাম্বার বিতরণ
৩. টিশার্ট ও উপহার বিতরণ
৪. রানার্স নাম্বার যাচাইকরণ
৫. শৃংখলা রক্ষা

স্টার্টিং অ্যান্ড ফিনিশ লাইন এর কাজ সমুহ-
১. সেরা ১০ এর সহযোগি
২. ফিনিশ রিবন ব্যবস্থাপনা
৩. ফিনিশার তালিকা তৈরি
৪. পানি ব্যাবস্থাপনা
৫. জরুরী অবস্থা ও মেডিকেল সাপোর্ট
৬. ফিনিশিং লাইন ব্যবস্থাপনা.

রোড ক্লিয়ারেন্স এর কাজ সমুহ-
১. রোড কোঅর্ডিনেশন
২. পেট্রল টিম
৩. ট্রাফিক পয়েন্ট নিয়ন্ত্রণ
৪. ওয়াটার পয়েন্ট ব্যবস্থাপনা
৫. উইক পয়েট তদারকি
৬. অ্যাম্বুলেন্স সহযোগি
** সকল স্বেচ্ছাসেবককে রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করতে হবে। (এভারেস্ট একাডেমী সরবরাহ করবে)
**ম্যারাথনের দিন ভোর ৫টা ৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালইয়ের টিএসসিতে থাকতে হবে।
** স্বেচ্ছাসেবকরা সুন্দর নামাঙ্কিত সনদলাভ করবে।

স্বেচ্ছাসেবক নিবন্ধনের জন্য- http://women.theskymarathon.com/registration/volunteer/

Navigation

[0] Message Index

Go to full version