«  on: July 28, 2016, 05:29:10 PM »
									
								 
							 
							
								পেশা নিয়ে ১০ প্রশ্ন করুন নিজেকে
ক্যারিয়ারবিষয়ক গবেষক লিজ রায়ানের মতে, হঠাৎ করেই চাকরি ছাড়া উচিত নয়। পরে এমনও মনে হতে পারে, চাকরি ছাড়ার সিদ্ধান্তটি ছিল পেশাগত জীবনের সবচেয়ে বড় ভুল। কিন্তু প্রাথমিক অবস্থায় তা বোঝা যায় না। রায়ানের মতে, প্রত্যেক কর্মীর উচিত নিজেকে চাকরিজীবী নয়, ব্যবসায়ী ভাবা। তাহলে অনেক কিছু পরিষ্কার হবে। পাশাপাশি ১০টি প্রশ্ন ছুড়ে দিয়েছেন তিনি। এগুলোর জবাব নিজেই বের করুন; তাতে আত্মসচেতনতা বাড়বে—
১. চাকরি গেলে এই মুহূর্তে কি আট থেকে ১০টি প্রতিষ্ঠান আছে, যেগুলোতে চাকরির আবেদন করতে পারবেন?
২. বাজারে আপনার মেধার মূল্য সম্পর্কে কোনো ধারণা আছে?
৩. আপনার পরিচিত মহলে কি ১০০ জন আছেন, যাঁরা আপনার দক্ষতা সম্পর্কে ধারণা রাখেন?
৪. আপনার কি অন্তত একটি কনসালটিং বিজনেস কার্ড আছে, যা দিয়ে প্রমাণ হয় ক্রেতার সঙ্গে আপনার সম্পর্ক আছে?
৫. বাজারের চাহিদা অনুযায়ী আপনি নিজেকে হালনাগাদ করেছেন?
৬. আপনার নতুন আইডিয়া ও কর্মপন্থা নিয়ে আত্মমূল্যায়ন করেছেন কখনো?
৭. জীবনবৃত্তান্তের ‘রেফারেন্স’-এ কি এমন ছয়জনের নাম লিখতে পারবেন, যাঁরা আপনার সম্পর্কে ভালো মন্তব্য করতে প্রস্তুত?
৮. জীবনবৃত্তান্তে কি নিজের দক্ষতা নিয়ে অন্তত আধা ডজন পয়েন্ট লিখতে পারবেন?
৯. বর্তমান প্রতিষ্ঠানের পরিকল্পনা, লক্ষ্য, ভবিষ্যৎ কিংবা চ্যালেঞ্জগুলো কি আপনার কাছে পরিষ্কার?
১০. পরিচিত মহল, চাকরির বিজ্ঞাপন বা চাকরিদাতা প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি কি চাকরির বাজারের খোঁজ রাখেন?
এই প্রশ্নগুলোর জবাব যদি নেতিবাচক হয়, তবে আপনি এখনো ঘুমাচ্ছেন। তাই জেগে ওঠা দরকার।
সূত্র: ফোর্বসhttp://ca.jobsbd.com/?p=1160 
							 
						 
						
							
							
							
								
								Logged
							
 
							.............................
Md. Ariful Islam (Arif)
Administrative Officer, Daffodil International University (DIU)
E-mail: ariful@daffodilvarsity.edu.bd , ariful@daffodil.com.bd , ariful333@gmail.com