Faculty of Engineering > Textile Engineering

অ্যাকর্ডের স্বীকৃতি পেল চরকা টেক্সটাইল

(1/1)

naser.te:

অগ্নি, বৈদ্যুতিক ও ভবনের কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) ক্রেতাদের জোট অ্যাকর্ডের স্বীকৃতি পেল চরকা টেক্সটাইল।

গত ২৮ জুলাই নরসিংদীতে অবস্থিত চরকা টেক্সটাইলকে এই সনদ দেয় অ্যাকর্ড। বাংলাদেশে পোশাক কারখানার কর্ম পরিবেশ মূল্যায়ন নিয়ে কাজ করছে দ্য অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি।

উন্নয়নের শর্ত হিসেবে চরকা টেক্সটাইল তাদের কারখানার কর্ম পরিবেশ উন্নত করে যথাযথভাবে সংস্কারকাজ করেছে বলে অ্যাকর্ডের দেওয়া সনদপত্রে উল্লেখ করা হয়েছে।

কারখানাটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, চলতি বছর চরকা টেক্সটাইল উচ্চমানের কর্মপরিবেশের স্বীকৃতি হিসেবে ব্রিটিশ স্ট্যান্ডার্ড অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি অ্যাসেসমেন্ট সিরিজ (বিএস ওএইচএসএএস) সনদ অর্জন করে।

Link-
http://www.banglaapparel.com/sendy/l/X8TxO763l4wXzrm28IfhHavg/QM1NBoOD662Lue8927NIQEvQ/BxOR892IdQVLWoxbGErRVH4A

Navigation

[0] Message Index

Go to full version