Faculty of Engineering > Textile Engineering

ফ্রান্সে পোশাক প্রদর্শনীতে ১৬ প্রতিষ্ঠান অংশ নিচ্ছে

(1/1)

naser.te:
সেপ্টেম্বর মাসে ফ্রান্সে অনুষ্ঠিতব্য বস্ত্র ও পোশাক  পণ্যের প্রদর্শনী ‘টেক্সওয়ার্ল্ড’এ অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের ১৬টি প্রতিষ্ঠান।

১২ থেকে ১৫ সেপ্টেম্বর প্যারিসে অনুষ্ঠিতব্য ওই প্রদর্শনীতে রপ্তানি উন্নয়ন ব্যুরো’র (ইপিবি) ব্যানারে বাংলাদেশের এসব প্রতিষ্ঠান অংশ নিতে যাচ্ছে।

প্রতিষ্ঠানগুলো হলো আকিজ টেক্সটাইল মিল্স, মুন্নু ফ্যাব্রিক্স, ডেনিম এক্সপার্ট, অ্যান্থনি ইয়াং গার্মেন্টস, সেনটেক্স টেক্সটাইল এন্ড অ্যাপারেলস, সেঞ্চুরি অ্যাপারেলস, চরকা টেক্সটাইল, ডিকে নিটওয়্যার, জেএম নিটওয়্যার, জেরিকো ইমেক্স, এমকে সোয়েটার্স, নাজিয়া অ্যাপারেলস, নিডল ফ্যাশন, সিনহা নিট ইন্ডাস্ট্রিজ, ইউনিটেক্স অ্যাটায়ার।

সর্বশেষ গত বছর অনুষ্ঠিত টেক্সওয়ার্ল্ডে ১১০টি দেশের ১ হাজার ৩৪৩টি প্রতিষ্ঠান অংশ নিয়েছিল।

বাংলা আ্যাপারেল

Navigation

[0] Message Index

Go to full version