Career Development Centre (CDC) > Bangladesh Civil Service-BCS
৬ দফা ও গন অভ্যুথান
(1/1)
Md. Anwar Hossain:
শেখ মুজিব ছয় দফা কর্মসুচী কবে ব্যক্ত করেন? উঃ ১৩ ফেব্রুয়ারী ১৯৬৬ সালে।
আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়? উঃ জানুয়ারী, ১৯৬৮।
আগরতলা ষড়যন্ত্র মামলার বিশেষ আদালতের বিচারক ছিলেন? উঃ পাকিস্তানের প্রধান বিচারপতি এস.এ. রহমান।
আগরতলা ষড়যন্ত্র মামলার বিচার হয়? উঃ জুন, ১৯৬৮।
আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী কত জন ছিল? উঃ ৩৫ জন।
‘আগরতলা ষড়যন্ত্র’ মামলার প্রধান আসামী ছিলেন? উঃ শেখ মুজিবর রহমান।
আগরতলা ষড়যন্ত্র মামলা কবে প্রত্যাহার করা হয়? উঃ ২২ ফেব্রুয়ারী ১৯৬৯।
কবে আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী সার্জেন্ট জহুরুল হককে হত্যা করে? উঃ ১৫ ফেব্রুয়ারী ১৯৬৯।
আইয়ুব খান কবে কেন পদত্যাগ করতে বাধ্য হয়? উঃ ২৫ মার্চ, ১৯৬৯ সালে। রাজনৈতিক সংকটের জন্য।
পুলিশের গুলিতে শহীদ আসাদ কবে নিহত হন? উঃ ২০ জানুয়ারী, ১৯৬৯।
তিনি কোন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন? উঃ আইন বিভাগের।
পুলিশের গুলিতে শহীদ মতিউর কবে নিহত হন? উঃ ২৪ জানুয়ারী, ১৯৬৯।
তিনি কোন বিদ্যালয়ের ছাত্র ছিলেন? উঃ নবকুমার ইনষ্টিটিউশনের, নবম শ্রেনীর ছাত্র।
শহীদ ড. শামসুজ্জোহা কবে কোথায় হত্যা করা হয়েছিল? উঃ ১৮ ফেব্রুয়ারী, ১৯৬৯, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে।
আইয়ুব খান কবে কার নিকট পাকিস্তানের ক্ষমতা হস্তান্তর করেন? উঃ ২৫ মার্চ, ১৯৬৯। আগা মুহম্মদ ইয়াহিয়া খান।
শেখ মুজিবর রহমানকে কবে বঙ্গবন্ধুকে উপাধিতে ভুষিত করা হয়? উঃ ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারী।
কখন শেখ মুজিবর রহমানকে জাতির জনক ঘোষনা দেয়া হয়? উঃ ০৩ মার্চ ১৯৭১।
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কে প্রথমে জাতির পিতা ঘোষনা দেন? উঃ আ.স.ম আবদুর রব।
১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদের কয়টি আসন পেয়েছিল? উঃ ১৬৭ টি আসন।
Tofazzal.ns:
Informative post... Thanks.
didarul alam:
Thank you for sharing the post..
fahad.faisal:
Thanks a lot for the informative post.
Navigation
[0] Message Index
Go to full version