Entertainment & Discussions > Jokes
চালাক হওয়ার কয়েকটি উপায়
Anuz:
পিঁপড়ার কাছ থেকে চিনি রক্ষা করার জন্য বোকারা চিনি লুকিয়ে রাখে, আর চালাকেরা নাকি চিনির গায়ে লবণ লিখে দেয়। এ রকম আর কী উপায় আছে চালাক হওয়ার?
স্কুল/ কলেজ থেকে ছাড়পত্র পাওয়ার জন্য বোকারা প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত লেখে, আর চালাকেরা স্কুলে একটা অঘটন ঘটায়।
সুন্দর হওয়ার জন্য বোকারা রূপচর্চা করে, আর চালাকেরা ফটোশপ শেখে।
ক্যাডার হওয়ার জন্য বোকারা দিনরাত পড়াশোনা করে, আর চালাকেরা দিনরাত মারামারি করে।
সেলিব্রিটি হওয়ার জন্য বোকারা মডেলিং-নাটক-সিনেমা করে, আর চালাকেরা ‘হিরো আলমিজম’ করে।
গরমে অতিষ্ঠ হয়ে বোকারা কোল্ড ড্রিংকস কেনে, আর চালাকেরা শপিং কমপ্লেক্সে ঢোকে।
বাইরে বৃষ্টি হচ্ছে কি না, সেটা দেখার জন্য বোকারা জানালা খুলে বাইরে তাকায়, আর চালাকেরা ফেসবুকে লগইন করে।
রাত গভীর দেখে বোকারা ঘুমিয়ে পড়ে, আর চালাকেরা প্রভাত নিকটে দেখে জেগে থাকে।
বিয়ে করার জন্য বোকারা পালিয়ে যায়, আর চালাকেরা পরীক্ষায় ফেল করে।........... :D
smriti.te:
:D :D :D :D
Touseef:
:D :D :D
Israk Zahan Papia:
;D
sisyphus:
;D ;D ;D
Navigation
[0] Message Index
[#] Next page
Go to full version