Faculties and Departments > Business & Entrepreneurship
ব্যক্তিগত সম্পদের হিসাবে শীর্ষ ১০ দেশ
(1/1)
Anuz:
বর্তমান বিশ্বসেরা ধনীদের তালিকায় যেমন বিল গেটস ও ওয়ারেন বাফেটসহ যুক্তরাষ্ট্রের ধনীদের জয়জয়কার তেমনি জনগণের ব্যক্তিগত সম্পদের সমষ্টিগত হিসাবেও শীর্ষস্থানটি রয়েছে তাদের দখলে। সেই দেশের জনগণের ব্যক্তিগত সম্পদের পরিমাণ ৪৮ হাজার ৯০০ বিলিয়ন (১ বিলিয়নে ১০০ কোটি) ডলার।
বিশ্বে মোট ব্যক্তিগত সম্পদে শীর্ষ ১০
অবস্থান দেশ সম্পদ
১. যুক্তরাষ্ট্র ৪৮,৯০০
২. চীন ১৭,৪০০
৩. জাপান ১৫,১০০
৪. যুক্তরাজ্য ৯,২০০
৫. জার্মানি ৯,১০০
৬. ফ্রান্স ৬,৬০০
৭. ভারত ৫,৬০০
৮. কানাডা ৪,৭০০
৯. অস্ট্রেলিয়া ৪,৫০০
১০. ইতালি ৪,৪০০
(শতকোটি মার্কিন ডলারে)
বিশ্বে মাথাপিছু সম্পদে শীর্ষ ১০
অবস্থান দেশ সম্পদ
১. মোনাকো ১৫৫৬০০০
২. লাইচেনস্টেইন ৬১০০০০
৩. সুইজারল্যান্ড ২৮৪০০০
৪. অস্ট্রেলিয়া ২০,৩০০০
৫. নরওয়ে ১৯৩০০০
৬. লুক্সেমবার্গ ১৭৯০০০
৭. সিঙ্গাপুর ১৫৭০০০
৮. যুক্তরাষ্ট্র ১৫১০০০
৯. যুক্তরাজ্য ১৪৭০০০
১০. সুইডেন ১৪৩০০০
(মার্কিন ডলারে)
Tanvir Ahmed Chowdhury:
Informative Post
anam:
Have a position in my country?
Tanvir Ahmed Chowdhury:
Informative post
Navigation
[0] Message Index
Go to full version