IT Help Desk > News and Product Information

মহারাষ্ট্রে সেলফি তুলতে গিয়ে মৃত্যু

(1/1)

Anuz:
ভারতের মহারাষ্ট্রে ২০ বছর বয়সী এক ব্যক্তি সেলফি তুলতে গিয়ে বাঁধের মধ্যে পড়ে মারা গেছেন। এনডিটিভি বলছে, মহারাষ্ট্রের বিড জেলায় এই ঘটনা ঘটেছে। কয়েকজন বন্ধুর সঙ্গে গাজিক শেখ শনিবার বিকালে বিন্দুসরাই বাঁধে বেড়াতে গিয়েছিলেন। সেখানে বাঁধের কিনারে গিয়ে সেলফি তুলতে গিয়ে গাজিক শেখ ও তার বন্ধু আখতার শেখ পা পিছলে বাঁধের মধ্যে পড়ে যান। বিড জেলার বিন্দুসরাই বাঁধটি কয়েকদিনের ভারী বৃষ্টির কারণে পূর্ণ ছিল। বাঁধের পানির প্রবল স্রোতে গাজিক ভেসে যান। অপরদিকে স্থানীয়রা আখতার শেখকে উদ্ধার করতে সক্ষম হন। পরবর্তী সময়ে গাজিক শেখের লাশ উদ্ধার করেন স্থানীয়রা। যদিও তারা অনধিকারপ্রবেশকারী ছিলেন কিন্তু ওই বাঁধজুড়ে কোথাও মানুষজনকে বাঁধের বিপজ্জনক অবস্থা সম্পর্কে সতর্ক করে কোনো সাইনবোর্ড টানানো হয়নি। কোনো রক্ষীও দায়িত্বরত অবস্থায় ছিলেন না।

Navigation

[0] Message Index

Go to full version