IT Help Desk > Telecom Forum

পাসওয়ার্ড কত অক্ষরের হলে নিরাপদ

(1/1)

Anuz:
সম্প্রতি দেশ-বিদেশে ইন্টারনেট নির্ভর বিভিন্ন পরিসেবায় সাইবার হামলার পরিধি বেড়ে গেছে। যে যেভাবে পারছে, সে সেভাবেই ঠকাচ্ছে অন্যকে। কিন্তু একটু সচেতন থাকলেই সাইবার হামলা থেকে নিজেদের ইমেইলসহ বিভিন্ন জিনিসের তথ্য রক্ষা করা সম্ভব।  এই বিষয়ে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান এফ-সিকিউরের গবেষক জ্যার্নো নিয়েমেলা বলেছেন, `কমপক্ষে ২০ অক্ষরের পাসওয়ার্ড ব্যবহার করলে তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। তবে ৩২ অক্ষরের পাসওয়ার্ড হলে আরও ভালো হয়। পাসওয়ার্ডগুলোতে কাছাকাছি শব্দের বদলে এলোমেলো অক্ষর ব্যবহার করলেও হ্যাকিং থেকে নিরাপদ থাকা সম্ভব।  কিন্তু ২০ অক্ষরের পাসওয়ার্ড বা ৩২ অক্ষরের পাসওয়ার্ড ব্যবহার করাটাও তো সমস্যার। এ বিষয়ে গবেষক জ্যার্নো নিয়েমেলা বলেন, `নিরাপত্তা নিশ্চিত করতে হলে এটুকু তো করতেই হবে।`

Nizhum:
Very good but not safe even 40 words

Navigation

[0] Message Index

Go to full version