IT Help Desk > IT Forum

মাউস দিয়েই একাধিক ফাইল নির্বাচন করুন

(1/1)

Anuz:
উইন্ডোজ অপারেটিং সিস্টেমে বিভিন্ন ফাইল বা ফোল্ডার থেকে পছন্দমতো একাধিক নির্দিষ্ট ফাইল নির্বাচন করতে Ctrl চেপে ধরে সেই ফাইল নির্বাচন করতে হয়। কিন্তু চাইলেই উইন্ডোজ ৭ এবং ভিস্তা অপারেটিং সিস্টেমে Ctrl বোতাম ছাড়াই মাউস দিয়ে একাধিক ফাইল বা ফোল্ডার নির্বাচন করা যায়। কাজটি করতে ডেস্কটপ থেকে Computer-এ ঢুকে Organize মেনু থেকে Folder Option খুলুন। ফোল্ডার অপশন খুলে গেলে View ট্যাব থেকে Use check boxes to select items-এ টিক চিহ্ন দিয়ে OK করুন। এবার প্রতিটি ফাইলের পাশে আলাদা চেক বক্স দেখাবে। আপনার যে যে ফাইল বা ফোল্ডার দরকার তার বাঁ পাশে টিক চিহ্ন দিলে সেটি নির্বাচিত হয়ে যাবে। প্রয়োজনে নির্বাচিত ফাইল বা ফোল্ডার কপি কিংবা সরানো (মুভ) যাবে।

Navigation

[0] Message Index

Go to full version