''নাফাখুম'', বাংলার নায়াগ্রা ।।।।

Author Topic: ''নাফাখুম'', বাংলার নায়াগ্রা ।।।।  (Read 1184 times)

Offline Shakil Ahmad

  • Sr. Member
  • ****
  • Posts: 374
  • Test
    • View Profile
যেভাবে যাবেন :
ঢাকা থেকে বান্দরবান, ভাড়া ৬২০ টাকা। বান্দরবান থেকে বাসে করে থানচি। ভাড়া- ২০০-২২০ টাকা।
থানচি থেকে ট্রলারে করে রেমাক্রি যেতে হবে। ট্রলার ভাড়া ২৫০০-৩০০০ টাকা। ভাড়া কম বেশি হতে পারে সিজন ভেদে।
রেমাক্রিতে রাত থেকে পরের দিন সকালে রেমাক্রি ঝিরি হয়ে ৩ ঘন্টার ট্রেকিং করেই পৌউছে যাবেন নাফাখুম।। রেমাক্রি তে ভাড়া জনপ্রতি ১০০, খাওয়া জনপ্রতি ১০০।
ঠিক একি পথে ফিরে আসবেন বান্দরবান।
ট্রেকিং এর সময় সচেতন থাকতে হবে। ট্রেইলটা যেমন সুন্দর তেমনি এডভেঞ্চারে পরিপুর্ণ
প্রকৃতি নোংরা হয় এমন কাজ থেকে বিরত থাকবেন :)
(এছাড়াও পদ্ম ঝিরি হয়ে নাফাখুম যাবার একটা ট্রেইল আছে।)

Offline SabrinaRahman

  • Sr. Member
  • ****
  • Posts: 333
  • Never give up because great things take time
    • View Profile
Very Helpful post. Thanks for sharing.
Sabrina Rahman
Lecturer
Department of Architecture, DIU