Entertainment & Discussions > Travel / Visit / Tour

সাতভাই খুমঃ

(1/1)

Shakil Ahmad:
অমিয়াখুম থেকে একটু ওপরের দিকে বাঁশের ভেলায় চড়ে যেতে হয় 'সাত ভাই খুম'। যেতে প্রথমে জঙ্গল থেকে বাঁশ কেটে ভেলা বানাতে হয় (ছবির মতো) এরপর এই পানির রাস্তার কাছে নস্যি দুনিয়ার সপ্তাশ্চর্যও! জীবনের সবচেয়ে রোমাঞ্চকর ভ্রমণের অভিজ্ঞতাও হয়ে যাবে আপনার। মনেহবে একটা পাথরের দুর্গে ঢুকলেন, কিছুক্ষনের জন্য বোবা বনে যাবেন আপনি। পুরো বান্দরবান যেন এখানে একসঙ্গে ধরা দিয়েছে, এখানে তিন্দুর মতো বড় বড় পাথরও আছে, আছে অমিয়াখুমের মতো সিঁড়ি সিঁড়ি ঝরনা, আছে বগা লেকের মতো স্বচ্ছ পানির হ্রদও।

SabrinaRahman:
Very Helpful post. Thanks for sharing.

Navigation

[0] Message Index

Go to full version