Entertainment & Discussions > Football

রোনালদোর ফেরা

(1/1)

Shakil Ahmad:
তাঁকে ঘিরে কিছু সংশয় ছিল। সমালোচনাও। গোলমুখে যে বড্ড অচেনা দেখাচ্ছিল ক্রিস্টিয়ানো রোনালদোকে। হ্যাটট্রিক করেই কাল সমালোচনার জবাব দিলেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। প্রথমে পেনাল্টিতে, এরপর বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে, আর ম্যাচের শেষ দিকে মার্সেলোর পাস থেকে করেছেন তৃতীয়। অবশ্য একটা পেনাল্টি নষ্টও করেছেন। রোনালদোর হ্যাটট্রিকের সঙ্গে মোরাতার গোল মিলিয়ে আলাভেসের মাঠে রিয়াল জিতেছে ৪-১ গোলে
রয়টার্স

Anuz:
Good come back............ :)

Navigation

[0] Message Index

Go to full version