Entertainment & Discussions > Tennis

এবার জিতলেন ভাভরিঙ্কা

(1/1)

Shakil Ahmad:


গত চার বছরে সুইস ইনডোর টেনিসে অংশ নিয়েছেন স্তানিসলাস ভাভরিঙ্কা। প্রথম রাউন্ডের বাধা পেরোতে পারেননি একবারও। অথচ সুইস তারকা এই সময় জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেন; জিতেছেন ফ্রেঞ্চ, ইউএস ওপেনও। ঘরের কোর্টে কেন বারবার ব্যর্থ—এ এক রহস্য। অবশেষে ব্যর্থতার বৃত্ত ভাঙলেন ভাভরিঙ্কা। পরশু প্রথম রাউন্ডে ৬-৭ (১ /৭), ৬-১, ৬-৪ গেমে হারিয়েছেন স্বদেশি মার্কো কিউদিনেল্লিকে। এএফপি।

 

Navigation

[0] Message Index

Go to full version