ফিনল্যান্ডে স্লাস গ্লোবাল ইভেন্টে যাচ্ছে ২ বাংলাদেশী স্টার্টআপ

Author Topic: ফিনল্যান্ডে স্লাস গ্লোবাল ইভেন্টে যাচ্ছে ২ বাংলাদেশী স্টার্টআপ  (Read 1258 times)

Offline Md. Faruque Miah

  • Newbie
  • *
  • Posts: 10
  • Test
    • View Profile
                                                        ফিনল্যান্ডে স্লাস গ্লোবাল ইভেন্টে যাচ্ছে ২ বাংলাদেশী স্টার্টআপ

বাংলাদেশে ৭৭ জনের মধ্যে থেকে জুরি বোর্ড কয়েক ধাপে যাচাই-বাছাই করে চূড়ান্ত প্রতিযোগিতার জন্য তিনজনকে এবং সেখান থেকে ইভেন্ট কর্তৃপক্ষ দু’জনকে মনোনীত করে। ইউরোপের সবচেয়ে বড় স্টার্টআপ প্রযুক্তি ইভেন্ট ‘স্লাস-২০১৬ গ্লোবাল ইমপ্যাক্ট এক্সিলারেটর’-এ অংশগ্রহণের জন্য প্রথমবারের মতো দেশের বিজয়ী দু’জনকে ফিনল্যান্ডে নিয়ে যাচ্ছে স্থানীয় আয়োজক এম ল্যাব। বাংলাদেশ থেকে এ ইভেন্টে অংশগ্রহণের জন্য বিজয়ী হয়েছে ‘আরএক্স৭১ লিমিটেড’ এবং ‘টেন মিনিট স্কুল’ নামে দুটি উদ্ভাবনী উদ্যোগ। চলতি বছর ২২ নভেম্বর থেকে ১ ডিসেম্বর ফিনল্যান্ডের হেলসিংকিতে অনুষ্ঠিতব্য এ ইভেন্টে অংশ নিয়ে বিশ্বের বড় বড় অর্থায়নকারী প্রতিষ্ঠানের কাছে নিজেদের উদ্ভাবনী প্রকল্প তুলে ধরতে বৈশ্বিক প্রতিযোগিতায় অংশ নেবেন বিজয়ীরা। সেখান থেকে বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর প্রকল্প পছন্দ হলে মিলতে পারে অর্থায়নসহ অন্য সহায়তা। এ বছর শতাধিক দেশ থেকে হেলসিংকিতে ১৫ হাজার দর্শনার্থী এ ইভেন্টে অংশ নেবে। স্লাসের ওয়েবসাইটে সম্প্রতি ‘জিআইএ’ প্রতিযোগী হিসেবে ফিনল্যান্ডের বৈশ্বিক ইভেন্টে নির্বাচিত প্রতিযোগীদের নাম প্রকাশ করা হয়েছে। বৈশ্বিক এ বড় আয়োজনে বাংলাদেশের অংশগ্রহণের দায়িত্ব পেয়েছে এম ল্যাব। এমসিসি লিমিটেডের এ সহযোগী প্রতিষ্ঠান মোবাইল অ্যাপভিত্তিক উদ্যোক্তা তৈরিতে দক্ষতা উন্নয়ন ও কারিগরি সহায়তার পাশাপাশি তাদের বৈশ্বিক পর্যায়ে তুলে ধরার মাধ্যমে উদ্ভাবনের সর্বোচ্চ বিকাশের লক্ষ্যে এ উদ্যোগ নিয়েছে। এমসিসি লিমিটেড জানায়, এম ল্যাব, স্লাস এবং ফিনল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে ২৬ আগস্ট ঢাকায় শুরু করে ‘স্লাস-২০১৬ গ্লোবাল ইমপ্যাক্ট এক্সিলারেটর’ শীর্ষক ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা। প্রযুক্তি বোদ্ধা জুরি বোর্ড সদস্যরা দুটি প্রকল্পকে হেলসিংকির বৈশ্বিক ইভেন্টের জন্য নির্বাচিত করেন। এ আয়োজন সম্পর্কে স্লাসের হেড অব গ্লোবাল অপারেশনস ওলগা বালাকিনা বলেন, ‘আমরা স্লাস গ্লোবাল ইমপ্যাক্ট এক্সিলারেটর ইভেন্টে বাংলাদেশকে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত করতে পেরে আনন্দিত। এ অঞ্চলের স্টার্টআপ প্রযুক্তিগুলো বৈশ্বিক পর্যায়ে গিয়ে সমগোত্রীয় প্রতিষ্ঠানগুলো নিজেদের তুলে ধরতে পারবে, পারস্পরিক মতবিনিময়ের সুযোগ পাবে। এ ছাড়া বিশ্বের বড় বড় ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানিগুলোর কাছ থেকে অর্থায়নও পেতে পারে। সবচেয়ে প্রভাবশালী এ ইভেন্টে বাংলাদেশী কোম্পানিগুলো ভালো করবে বলে আশা করি।’ এ প্রসঙ্গে এম ল্যাবের সমন্বয়ক নাজমুল হাসান বলেন, ‘এম ল্যাবের অন্যতম উদ্দেশ্য হচ্ছে- মোবাইলভিত্তিক স্টার্টআপকে বিকশিত করতে দক্ষতা ও উন্নয়ন এবং কারিগরি সহায়তা প্রদান করা।’ আরএক্স৭১-এর সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী নিজাম উদ্দিন বলেন, ‘আরএক্স৭১ মানুষের দৈনন্দিন জীবনের স্বাস্থ্যগত সমস্যার সমাধান দেয়ার চেষ্টা করে থাকে। যেমন আমাদের অন্যতম একটা সমস্যা হল, কোন ডাক্তারের কাছে যাব এইটা বুঝতে না পারা। এমনকি অ্যাপটি আপনার শারীরিক ও মানসিক লক্ষণের ভিত্তিতে আপনার সম্ভাব্য রোগের তালিকা দেয়ার সঙ্গে রোগের বিস্তারিত তথ্যও দেবে।’ ‘টেন মিনিট স্কুল’ হচ্ছে ১০ মিনিটে কোনো বিষয়ে কিছু শিখতে চাওয়া বা নিজের দক্ষতা যাচাই করার একটি অনলাইন প্লাটফর্ম। এ সাইটটিতে অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে আইবিএ, মেডিকেল, প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য সহস্রাধিক ‘কুইজ’ পরীক্ষার প্রশ্ন পাওয়া যায়। দ্রুত ফল ও র‌্যাংকিং দেখার সুবিধাও আছে। এখানে পরীক্ষার প্রস্তুতি নেয়ার ব্যবস্থা আছে। টিউটোরিয়াল ভিডিওগুলোর দৈর্ঘ্য ১০ মিনিটের কম। এখানে লাইভ ক্লাসে অংশগ্রহণের সুযোগও আছে। টেন মিনিট স্কুলের প্রধান নির্বাহী কর্মকর্তা আইমান সাদিক বলেন, ‘স্লাস গ্লোবাল ইভেন্টে অংশগ্রহণ একটি বড় সুযোগ। আর আমরা বৈশ্বিক প্রতিযোগিতায় বড় বড় ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানির দৃষ্টি আকর্ষণের চেষ্টা করব।’

www.jugantor.com/it-world/2016/11/01/72850/ফিনল্যান্ডে-স্লাস-গ্লোবাল-ইভেন্টে-যাচ্ছে-২-বাংলাদেশী-স্টার্টআপ