নিউ জিল্যান্ডের সাউথ আইল্যান্ডে প্রচণ্ড শক্তিশালী একটি ভূমিকম্পের তাণ্ডবে দুইজন নিহত হওয়ার পর ছয় দশমিক এক মাত্রার শক্তিশালী একটি পরাঘাত হয়েছে।
সোমবার স্থানীয় সময় দুপুর ১টা ৪৫ মিনিটে ক্রাইস্টচার্চের উত্তর পূর্বে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে পরাঘাতটির উৎপত্তি হয় বলে জানিয়েছে বিবিসি।
এর আগে একইদিন মধ্যরাতের পর ওই এলাকায় সাত দশমিক আট মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল। ওই ভূমিকম্পের উৎপত্তিও ভূপৃষ্ঠের একই গভীরতায় হয়েছিল। ভূমিকম্পের পর সাউথ আইল্যান্ডে সুনামিও আঘাত হানে।
প্রথম ভূমিকম্পের পর থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত কয়েশত পরাঘাত হয়েছে, এতে বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে।
প্রথম ভূমিকম্পের পর প্রায় দুই মিটার উঁচু সুনামির ঢেউ দেশটির পূর্ব উপকূলে আঘাত হানে, তবে এর কিছুক্ষণের মধ্যেই কর্তৃপক্ষ কিছু এলাকা থেকে সুনামি সতর্কতা প্রত্যাহার করে নেয়।
পূর্ব উপকূলের বাসিন্দাদের উদ্ধার করার পাশপাশি সেখান থেকে তাদের সরিয়ে নিচ্ছে কর্তৃপক্ষ।