আইটিএফ টেনিসে ভারতের দাপট

Author Topic: আইটিএফ টেনিসে ভারতের দাপট  (Read 2901 times)

Offline Shakil Ahmad

  • Sr. Member
  • ****
  • Posts: 374
  • Test
    • View Profile
রমনা টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠানরত আইটিএফ জুনিয়র টেনিসের বালক বিভাগের কোয়ার্টার ফাইনালে ওঠা খেলোয়াড়দের পাঁচজনই ভারতের। তিনজন দক্ষিণ কোরিয়ার। বালিকা এককে ভারতের তিনজন খেলোয়াড় উঠেছেন শেষ আটে। সঙ্গে চীনের দুজন, যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার একজন করে খেলোয়াড়। কাল শেষ ষোলোর লড়াইয়ে চীনের প্রতিযোগীর কাছে হেরে গেছেন বাংলাদেশের আফরানা ইসলাম। এই পর্বে জিতেছেন চার্টার্ড বিমানে করে খেলতে আসা যুক্তরাষ্ট্রের মেয়ে ক্যাথেরিন পারডিউ লাফ্রান্স।