Entertainment & Discussions > Cricket
অবিশ্বাস্য ওভারে আবার শেষের নায়ক মাহমুদউল্লাহ
(1/1)
Anuz:
প্রসারিত দুহাত, ডানা মেলে ভেসে চলেছেন মাহমুদউল্লাহ। দিগ্বিদিক ছুটছে খুলনা টাইটানসের ক্রিকেটাররা। যেন দুদিন আগের দৃশ্য আবার! মাহমুদউল্লাহর মাথায় হাত, নিজের কীর্তি বিশ্বাস করতে পারছিলেন না যেন নিজেই। আবারও প্রতিপক্ষের মুঠো থেকে ছিনিয়ে নেওয়া জয়!
আরও একটি অবিশ্বাস্য শেষ ওভার, আরও একবার নায়ক মাহমুদউল্লাহ। শেষ ওভারে আবারও নিলেন ৩ উইকেট। খুলনা টাইটানসকে এনে দিলেন ৪ রানের অভাবনীয় জয়। জয়ের কাছে গিয়েও হারল চিটাগং ভাইকিংস।
১২৮ রান তাড়ায় শেষ ওভারে চিটগংয়ের প্রয়োজন ছিল ৬ রান। হাতে ৪ উইকেটে। ক্রিজে থিতু দুই ব্যাটসম্যান, তখনও অপরাজিত ঝড় তুলে। এই ম্যাচও বের করে আনলেন মাহমুদউল্লাহ। শেষ ওভারে রান দিলেন মাত্র ১, উইকেট নিলেন ৩টি!
naser.te:
Thank u.
Navigation
[0] Message Index
Go to full version