IT Help Desk > Internet

হ্যাকিং কি? হ্যাকার কে? কত প্রকার ও কি কি?

<< < (2/2)

ananda:


খুব চমৎকার একটা পোস্ট। কিছু ইনফরমেশন এর সাথে যোগ করছি ....

ডিনায়েল অফ সার্ভিস অ্যাটাক:   এই অ্যাটাকের মূল কাজ হচ্ছে কোন সিস্টেমকে অনেকটা সময় ধরে অকেজো করে দেয়া। এই কাজের জন্য সিস্টেমে অ্যাক্সেস থাকার প্রয়োজন নেই। যারা ডস অ্যাটাক করে থাকেন তাদের প্রথম কাজ হচ্ছে অনেকগুলো কম্পিউটারের (হাজরেরও বেশি) কন্ট্রোল প্রথমে নিজের হাতে নেয়া। অতপর একই সময়ে সবগুলো কম্পিউটার থেকে টার্গেট ওয়েবসাইটে ক্রমাগত রিকোয়েস্ট পাঠিয়ে যাওয়া। এতে করে ওই সিস্টেমটির বাফার ওভারফ্লো হয়ে কিছু সময় অকেজো হয়ে পড়তে পারে।  এতে লাভ কি? চিন্তা করুন, দুটি প্রতিযোগী কম্পানি অনলাইনে বেচাকেনা করে। একটি কোম্পানির ওয়েবসাইট যদি দুই ঘন্টাও বিকল থাকে অন্য কোম্পানির কি পরিমাণ লাভ!!!

ট্রোজান হর্স:  ট্রোজান হর্স একধরনের ম্যালওয়ার কিন্তু ভাইরাস নয়। ট্রোজান হর্স মূলতঃ ছদ্মবেশী প্রোগ্রাম। কিভাবে? ট্রোজান হর্স সিস্টেমের ইউজারের মাধ্যমেই ইনস্টল হয়। কিন্তু একজন ইউজার কেন জেনেশুনে ট্রোজান ইনস্টল করবে? এক্ষেত্রে ট্রোজানগুলো ইউজারকে বোকা বানায়। ট্রোজান হর্স ম্যালওয়ারগুলো এমন নাম ধারণ করে যাতে ইউজার মনে করে এরা কোন সিস্টেম প্রোগ্রাম।  আসলে এরা তা না।  নিজেই ছোট একটা পরীক্ষা করে দেখুন না। আপনার পিসির অল্টার+ কন্টোল+ডেল প্রসে করে টাক্স বার অন করুন। দেখুন লোকাল সার্ভিস বা এস.ভি.সি.হোস্ট নামে এমন কোন প্রোগ্রাম চলছে কিনা যার ইউজারের নামের জায়গায় সিস্টেমের পরিবর্তে অ্যাডমিনিস্ট্রেটর বা লগ-ইন নেইম দেখাচ্ছে। যদি এরকম হয় তবে নিশ্চিতভাবে সেটা ট্রোজান।

ব্যাকডোর: ব্যাকডোরের মূল কাজ হচ্ছে এর মাধ্যমে ইনট্রুডার তার বাসায় বসেও আপনার পিসিকে নিয়ন্ত্রণ করতে পারবে। এমন কি অনেক ব্যাকডোর আপনার পিসিতে আপনি যে কাজ করছেন তার লাইভ ভিডিও স্ট্রীমিংও করতে পারে ইনট্রুডারকে।  আপনার পিসিকে ব্যবহার করে অন্য কোন সিস্টেমকে অ্যাটাক করা, আপনার পিসিকে অবৈধ কন্টেন্ট রাখার জন্যও ব্যবহার করতে পারে নিয়ন্ত্রণকারী।


Navigation

[0] Message Index

[*] Previous page

Go to full version