Entertainment & Discussions > Football

জার্মানদের বিপক্ষে প্রতিশোধ নেওয়া হলো না ইতালির

(1/1)

Anuz:
ঘরের মাঠে প্রিয় সমর্থকদের সামনে প্রতিশোধ নেওয়ার মঞ্চ ছিল প্রস্তুত। শুরুটা আশাব্যঞ্জক না হলেও শেষদিকে আন্দ্রেয়া বেলোত্তি-চিরো ইম্মোবিলেদের পারফরম্যান্স ছিল নজরকাড়া। কিন্তু শেষ পর্যন্ত জার্মানিকে হারিয়ে পুরনো কষ্টে প্রলেপ দিতে পারেনি তারা। চারবার করে বিশ্বকাপ জেতা দল দুটির মধ্যে মিলানের সান সিরোয় মঙ্গলবার রাতের আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

maisalim2008:
Missed!

Navigation

[0] Message Index

Go to full version